পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

No.3" ইহ দেখিয়া অনুগ্রহ করিয়া আপনার সেবাতে নিযুক্ত করিল। এব• আপনার বাটীর অধ্যক্ষ করিয়া তাহার হস্তে সকল সমুক্তি সমপণ করিল। অতএব পোটাফর যুষফকে আপন বাটীর ও সকল সমৃত্তির অধ্যক্ষ করিলে, যুষফের জন্যে তদবধি সে মিসরীয় ব্যক্তির বাটীর প্রতি পরমেশ্বরের অনুগ্রহ হওয়াতে বাটীর ও ক্ষেত্রের তাবৎ সমুদের প্রতি তাহার আশীৰ্ব্বাদ বৰ্ত্তিল। তদনন্তর তাহার পুভুর ভাৰ্য যুষফেতে আসক্ত হইয় তাহার সঙ্গে কুব্যবহার করিতে চাহিল। কিন্তু যুষফ অস্বীকার করিয়া কহিল, দেখ এই বাটতে আমি যাহা করি প্রভূ তাহার কিছুই অনুসন্ধান করেন না, তিনি আমার হস্তে সন্দ্রস্ব সমপর্ণ করিয়াছেন, এই বাটীতে আমার তুল্য বড় কেহই নাই তুমি তাহার ভাৰ্য, এই নিমিত্তে কেবল তোমাব্যতিরেকে আমার প্রতি কিছুই বারণ নাই, অতএব কিরূপে এতবড় দুষ্টতা করিয়া ঈশ্বরের গোচরে পাপ করিতে পারি? তজ্জন্যে সে দুষ্ট স্ত্রী পরমেশ্বরকে ভয় না করিয়াও স্ত্রীধৰ্ম্মের অমান্য করিয়া আপনার কুবাঞ্ছা সিদ্ধ না হওন পুযুক্ত যুষফকে অতিশয় ঘৃণা করিতে, লাগিল, এবণ স্বামির নিকটে তাহার মিথ্যাপবাদ দিলে, সে বিরক্ত হইয় তাহাকে কারাগারে বদ্ধ করিয়া রাথিল। কিন্তু সেই কারাগারেও যুষফের প্রতি পরমেশ্বরের সহায়তা ও কৃপা হওয়াতে, কারাগার রক্ষক তাহাকে অনুগ্রহ করিল,এবশ কারাগারস্থিত তাবৎ বন্দি লোকের তত্ত্বাবধারণের ভার যুফের হস্তে দিল। অপর মিসরের রাজার পান পাত্র বাহক ও মদক আপনাদের