পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ج معه প্রভুর কাছে অপরাধ করিলে,যে কারাগারে যুষফ ছিল, প্রভূ সেই স্থানে তাহাদিগকে বন্দী করিয়া রাথিল। তাহাতে সে দুই জন এক রাত্ৰিতে দুই প্রকার অর্থ বিশিষ্ট দুই স্বপ্ন দেখিল। তজ্জন্যে মনে ২ ব্যাকুল হইয়াও যুষফের নিকটে গিয় স্বশ্বের তাৎপর্য জিজ্ঞাস ককিল। তথন সে পানপাত্র বাহককে কহিল, তিন দিনের মধ্যে ফিরেীণ তোমার বিচার করিয়া তোমাকে পূৰ্ব্বপদে নিযুক্ত করিবে: এব^ মদককে কহিল, তিন দিনের মধ্যে ফিরেীণ তোমাকে বৃক্ষের উপরে’ উদ্বন্ধনে মারিবে। পরে যুফের কথানুসারে সেই ৰূপ ঘটিল। অনন্তর দ্বিতীয় বৎসরের শেষে ফিরেীণ রাজা এক স্বপ্ন দেখিল, সে নীল নদীর কূলে দাড়াইয়া থাকিলে নদী হইতে ৭টা হৃষ্ট পুষ্ট সুন্দর গরু উঠিয়া চরিতে লাগিল। পরে আর ৭ টা কৃশ কুৎসিতঁ গরু নদী হইতে উঠিয়া ঐ সপ্ত হৃষ্ট পুষ্ট গরুকে গ্রাস করিল। রাজা এক রাত্রিতে এই দুই স্বপ্ন দেখিয়া অনুমান করিতে লাগিল। ইহা কোন ক্লেশ জনক চিহ্নস্বৰূপ হইতে পারে। তজন্যে তাহার মন উদ্বিগ্ন হইলে লোক পাঠাইয়া তাবৎ মায়ারিদিগকে ও জ্ঞানিদিগকে ডাকিল। কিন্তু তাহাদের মধ্যে কেহই ফিরেীণের স্বপ্নের অভিপ্রায় জানাইতে না পারাতে পানপাত্র বাহক যুষফকে স্মরণ করিয়া যে সকল কারাগারে ঘটিল তাহারাজাকে জানাইল। তথন ফিরেীণ মুম্বককে আনিতে লোকপাঠাইলে, সে উপস্থিত হইয়। রাক্তাকে স্বপ্নের অভিপ্রায় জানাইয়া কহিল দেখ অগ্রে ক্রমাগত সপ্তবৎসর মিসর দেশে অতিশয় সুভিক্ষ হইবে, পশ্চাৎ সপ্ত বৎসর অতিশয় দুর্ভিক্ষ হইবে, অতএব এই