পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఆరిఫి হয়, এই জন্যে যাকুৰ অবশেষে বিনয়ামীনকে মিয়রদেশে পাঠাইতে স্বীকার করিল। মিসরদেশে উত্তরিয়া তাহারণ মূষক্ষের সাক্ষাতে দাড়াইল। যুষফ তাহার ভুতুবগকে দেখিয় জিজ্ঞাসা করিল, তোমাদের বৃদ্ধ পিতা ভাল আছেন, সে কি অদ্যাপি জীবিত আছে? তাহার কহিল আমাদের পিতা অদ্যাপি জীবিত থাকিয়া”ভাল আছে। তথন যুষষ্ণ আপন সহোদর বিনয়ামনকে দেখিয়া কহিল, হে বৎস ঈশ্বর তোমাকে অনুগ্রহ করুন; এব^ তাহাদের ভোজনের সময়ে বিনয়ামীনকে অন্য ২ ড্রাতা অপেক্ষ পাচগুণ অধিক আহার দিতে আজ্ঞা করিল, ৰীেমন। সে মনস্থ করিল, তাহারণ আমার নানাবর্ণের বস্ত্ৰ দেথিয় আমাকে যেরূপে ঈর্ষা করিল, সেইরূপ বিনয়ামীনের পাচগুণ অধিক আহার দেখিয় তাহাকেও দ্বেষ করে কি না, তাহণ এখন দেখা যাইবে । পর দিবসে যুষফের ভুাতৃগণ শস্য লইয়া স্বদেশে যাত্র। করিল। কিন্তু মূৰফের আজ্ঞানুসারে বিনয়ামীনের ছা লাতে তাহার রৌপ্য পানপাত্র রাখা গিয়াছিল। অনন্তর তাহারণ বিস্তুর দূরে না যাইতেই মূষফের গৃহাধ্যক্ষ তাহাদের পশ্চাৎ দৌড়িয়া গিয় তাহাদিগকুে ধরিয়৷ কহিল। তোমরা আমার প্রভুর রৌপ্য পানপাত্র কি জন্যে চুরি করিয়াছ2 ইহা কহিয়া অন্বেষণ করিতে ২ সেই পানপাত্র বিনয়ামীনের ছালাতে পাইল। পরে সেই পানপাত্র প্রাপ্ত হওয়াতে, তাহারা মূষফের নিকটে ফিরিয়া গিয় তাহার অগ্ৰে দণ্ডবৎ হইয় কহিল! আমরা প্রভূর নিকটে কি উত্তর দিব, ও কি কথা-কহিব, Е 2