পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

లి ~ কথন বুঝিল ইহা তাহারা জানিতে পারিল না, কেননা যুফ বিধভাষিব্যক্তিদার তাহাদের সহিত কথা কহিল। পরে যুষক মনের বেদন সহিতে ন পারিয়া পকথন করিয়া কহিল, তোমরা বরণ যাও, কিন্তু কেবল সিমিয়োন বন্ধ হইয়া থাকিবে। পরে সুফ তাহাদের ছাল শস্যপূর্ণ করিয়া প্রত্যেক জনের ছালায় টাকা ফিরিয়া দিতে গোপনে আজ্ঞা দিল । পরে তাহার ভুতৃিগণ चक्षूंश् উত্তরিয়া যাকুবকে সকল বৃত্তান্ত জানাইয়। কহিল, আমরা বিনয়ামীনকে মিসরদেশে লইয়। ঘাইতে প্রতিজ্ঞা করিয়া “আসিয়াছি, অতএব তাহাকে সেখানে যাইতে হইবেক ; কেননা বিনয়ামীন ষেপর্যন্ত মিসরদেশে না যাইবে, সেই পৰ্য্যন্ত শিমিয়োন তথায় বদ্ধ থাকিবে। বৃদ্ধ স্বাকুব এই কথা শুনিয়া এব^ তাহার প্রিয় কনিষ্ঠ পুত্রের সহিত পৃথক্ভাৰ সহিতে অসমর্থ হইয়। ব্যাকুলচিত্তে কহিল। দেখ, যুষফ নাই ও সিমিয়োন নাই, আরবার বিনয়ামীনকেও লইয়। যাইতে চাহিণ্ডেছ, এই সকলি কেবল আমার বিরুদ্ধে হইতেছে। আমার পুত্র তোমাদের সঙ্গে যাইবে না, কেননা তাহার সহোদরের মরণেতে সে একুাকী জীবিত আছে, তোমরা যে পথে যাইতেছ তাহাতে যদি ইহার কোন আপদ ঘটে, তবে শোকেতে সে এই পাকাচুলে আমাকে পরলোকে পাঠাইবা। অপর দেশে অতিশয় দুর্ভিক্ষ থাকিলে পাছে তাহার পরিবার সকলের অন্যহারে মরণ