পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

একত্র হইয়া ভোজন করিত, লে গৃহের পতনে তাহারাও সকল নষ্ট হইয়াছে। তথন আয়ুৰ উঠিয়া বস্ত্র ছিড়িয়া ও মন্তক মুণ্ডনুপুৰ্ব্বক ভূমিষ্ঠ হইয় প্রণাম করিয়া কহিল, আমি মাতার গৰুহইতে উলঙ্গ আসিয়াছি, ও উলঙ্গ মৃত্তিকাতে মিশ্রিত হইৰ ; পরমেশ্বর দিয়াছেন, এব^ পরমেশ্বর লইয়াছেন, পরমেশ্বরের নাম ধন্য হউক। এই সকলেতেও আয়ুৰ পাপ করিল না, এব^ ঈশ্বরের প্রতি দোষাপর্ণ করিল না। অতএব শয়তান মল্প করিল, যে আপদে আয়ুবের ধৈর্য্য নষ্ট হইবে কিন্তু তাহ না হইলে, সে আপদের দ্বারাতাহার দৃঢ়ভক্তি ঈশ্বরের প্রতি আরো প্রকাশিত হইল। পরে সে হি^সুক পাপাত্ম। ইহাতে নিরস্ত না হইয়া আয়ুবের শরীরে যন্ত্রণ দিতে পুরমেশ্বরের নিকটে অনুমতি প্রার্থনা করিল। শয়তান অনুমতি পাইয়া আয়ুবের আপাদমস্তক পর্যন্ত মহাজ্বালাকারি বিস্ফোটক জন্মাইল। এইরূপ দুরবস্থাতে আয়ুৰ ধৈর্য্যাবলম্বন করিয়া ও গোময়ের উপর বসিয়া রহিল, এব^ তাহার স্ত্রী ভৎসনা করিতে ২ সে সহিষ্ণুতা করিয়া কহিল। আমরা ঈশ্বরের হস্তহইতে কি মুকলি মঙ্গল গ্রহণ করিব, কিছু অমঙ্গল গ্রহণ করিব না, কিন্তু এই সকল পরীক্ষাও যন্ত্রণার মধ্যে আয়ুবের ভক্তি ও ধৈর্য্য আরো বৃদ্ধি পাইল। পরে আয়ুবের তিন জন বন্ধু সাম্বন করিতে করিতে লাগিল, এই ব্যক্তি কাল্পনিক হইয়া গোপনে কোন কুকৰ্ম্ম করিয়া থাকিবে, তজ্জন্যে তাহার এই ক্লেশ জন্মিল ; আয়ূব এই সকল কথা শুনিয়া অতিশয় মনোদুঃখী