পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হইল, কিন্তু আপনার সরলতা ও সদাচরণ বিলক্ষণ ৰূপে জানিয়া দুঃখ সাগরে মগ্ন হইলেও, ভাঙ্গন্দেতে বলিতে লাগিল। দেথ ঈশ্বর যাহাকে অনুয়োগ করেন সেই জন ধন্য, এবং মানুষের আযু অতি অল্প ও মৃত্যুর পরে সে সজীব হইয়াপুনরুত্থান করিবে; আয়ুব এই সকল সুখজনক উপদেশ জানিয় তাহার অতিশয় ক্লেশ সহ্য করিতে সক্ষম ছিল। তাহার পর আয়ুৰ কহিল, কবরেতে দুষ্ট গণক্লেশ" দেয় না, ও শ্রান্তেরণ বিশ্রাম পায় ও বন্দিগণ নিরাপদে থাকে, ও উপদ্রবির রব আর শুনে না, এব^ মহৎ কি ক্ষুদ্র সকলেই সেখানে থাকে, ও দাস প্রভ হইতে মুক্ত থাকে। আরো কহিল,আমার মুক্তিদাতা অমর হন, এবণ শেষ দিনে পৃথিবীতে দাড়াইবেন, ইহা আমি জানি, যদ্যপি আমার চৰ্ম্ম গেলে আমার মাংস ক্ষয় পায়, তথাচ আমি শরীর বিশিষ্ট হইয়া ঈশ্বরকে দর্শন করিব। কিন্তু তাহার বন্ধুগণ তাহার বিশ্বাস ও পুণ্য নিরর্থক করিতে চাহিলে, আয়ুব আপনার নির্দোষত প্রকাশ করণার্থে পরমেশ্বরের নিকটে প্রার্থনা করিয়া কহিল, যে গত মাসে ঈশ্বর আমাকে রক্ষা করিতেন, তৎকালে আমার যে ২ রূপ অবস্থা ছিল, তাহ যদি এখন ঘটিত ! তখন র্তাহার প্রদীপদ্বারা আমার মস্তুক দীপ্তিমান ছিল। এব^ তাহার আলোকদ্বারা অন্ধকারের পথ • দিয়া গমন করিতাম, তৎকালে আমি উত্তম অবস্থাতে ছিলাম, ঈশ্বরের অনুগ্রহ অামার বাস স্থানে অবস্থিতি করিত, এব^ সৰ্ব্বশক্তিমান আমার নিকটে ছিলেন, ও আমার ,সন্তানগণ আমার চত্তদিগে ছিল । ও কর্ণ