পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

粉夺 আমার কথা শুনিয়া আশীৰ্ব্বাদ করিত, ও চক্ষুঃ আমার পুতি দৃষ্টি ক্ষরিয়া প্রশ৭সা করিত,কারণ আমি চীৎকার"কারী দীনহীন ও পিতৃহীন ও উপকার হানদিগকে উদ্ধার করিতাম, তাহাতে মুমূর্ষর আশীৰ্ব্বাদ অামাতে ঘটিত, আমি বিধবাকে মনের আনন্দ জনক গান করাইতাম, অামি ধৰ্ম্ম পরিধান করিতাম, ও তাহ আমার বস্ত্র স্বৰূপ ছিল, এব^ ন্যায় করণ আমার রাজ বস্ত্র ও উষ্ণৗষ স্বৰূপ ছিল, আমি অন্ধদের চক্ষুঃ ও খঞ্জদের চরণস্বরূপ ওঁ দরিদ্রগণের পিতাস্বরূপ ছিলাম,এব^যাহার বিচার নাজানিতাম তাহার অনুসন্ধান করিতাম,এব^ দুষ্টদের কসের দন্ত ভগ্ন করিয়া কসের দন্তের মধ্যহইতে হৃত বস্তু সকল উদ্ধার করিতাম। আমি আপনার চক্ষুর সহিত নিয়ম করিয়াছি, অতএব যুবতীর প্রতি কামভাবে দৃষ্টি কেন করিব ? পাপি লোকের কি বিনাশ হইবে না, ও দুষ্কৃত লোকদের কি ভয়ানক শাস্তি হইবে না, ও তিনি কি আমার গতি দেখেন না ? ও আমার পাদ বিক্ষেপ গণনা করেন না? আমি যদি লম্নটতাচরণ করিয়া থাকি, ও আমার চরণ মিথ্যা দ্রুতগামী হইয় থাকে, আমি যদি বিপথে চলিয়া থাকি, ও আমার অন্তঃকরণ যদি আপন চক্ষুর অভিলাষ পূর্ণ করিয়া থাকে, -ও আমার হস্তে যদি কোন কলঙ্ক লাগিয়া থাকে, তবে আমি বুনিলে, অন্যে ভোগ করুক ও আমাহইতে যাহ। উৎপন্ন হয়, তাহ বিনষ্ট হউক। এব^ আমার মন যদি কখনো পয়ন্ত্রীতে আসক্ত হইয় থাকে, ও প্রতিবাসির স্ত্রী অন্যের জন্যে র্যাত। পেষণ করুক, ও অন্য লোক