পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 by আমার অতিশয় সম্নস্থ ও বহুসমৃদ্ধি হইয়াছে, ও আমি যদি দেব দেবীর পূজা করিয়া থাকি; তবেও বিচারকারী "কর্তৃক আমার দণ্ডনীয় অপরাধ হইত, এবণ সম্বোপরিস্থ ঈশ্বরকে অস্বীকার করিতাম। আমি শঙ্কুর বিপদে কি সন্তুষ্ট হইয়া থাকি; ও তাহার দুর্ঘটনাতে আনন্দিত হইয়া থাকি বরঞ্চ তাহার প্রাণকে শুশ্ৰূপ দিতে ইচ্ছা করিয়া আপন মুখকে পাপ করিতে দিলাম না, কিন্তু বিদেশীয় লোক যেন পথি মধ্যে না থাকে, পথিকদের জন্যে আমি আপন দ্বাঞ্চ মুক্ত রাথিতাম, আমার ভূমি যদি আমার প্রতিকুলে চীৎকার করে ও তাহার সীমন্ত যদি ক্ৰন্দন করে, ও আমি যদি বিনা বেতনে তাহার ফল ভোগ করিয়া থাকি, কিম্বা তাহার চার্সকারির প্রাণ হরণ করিয়া থাকি ; তবে আমার গোমের স্থানে কণ্টক ও যবের স্থানে বিষবৃক্ষ উৎপন্ন হউক। আয়ুবের প্রসঙ্গ সমাপ্ত। * - পরে য়িলম্বনামে এক জন যুব পুরুষ সেই স্থানে তাহাদের প্রশ্ন গুনিয়া শিষ্টতা ও গাম্ভীৰ্য্য পূৰ্ব্বক তাহাদের মধ্যে বসিল, এব^ অন্য বিরোধকারিদিগকে বিন ৰঞ্জণে আয়ুৰকে অপরাধ করিতে দেখিয়া তাহাদিগকে অনুযোগ করিল, এবং আয়ুবকে আপনার মিথ্য দোষ মোচনার্থে ঈশ্বরের ন্যায়ত, ও দয়ার প্রতি দোষারোপ করিয়াছিল, এই জন্যে সে তাহাকে তিরষ্কার করিল। ইতি মধ্যে পরমেশ্বর আপনি এক সূৰ্ণবায়ুহইতে স্বীয় অচিন্তনীয় প্রতাপ ও মহিম ও