পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

“8合 নিষেধ করিলেন, তাহাতে আয়ূব আপনার পাপ সকল স্বীকার করিয়া পরমেশ্বরের নিকটে অধম ও নমুশীল হইয় আপনাকে মহা অপরাধী জ্ঞান করিল। তদনন্তর’ পরমেশ্বর আয়ুবকে নিৰ্দোষী করিয়া এরণ বস্তুদিগের মিথ্যাপবাদের দণ্ড করিয়া আয়ুবকে অজ্ঞা দিলেন, এখন তোমার বস্তুদিগের অপরাধ মাৰ্জ্জন করণীৰ্থে বলি উৎসর্গ কর। আমূৰকে দুঃখ দিবার জন্যে পরমেশ্বর শয়তা নকে যে সকল অনুমতি দিয়াছিলেন, সেই সকল অনুমতি অনুসারে আরবার নিষেধ করিলেন, এবং আয়ুবকে পূৰ্ব্ব অপেক্ষ দুইগুণ সন্তুম ও ধনসম্লক্তি ইত্যাদি দিলেন। পরে আয়ুবের সাত পুত্র তিন কন্যা পুনরায় জন্মিলে, পর মেশ্বর তাহার জীবনের শেষ ভাগকে পূৰ্ব্বাপেক্ষা অধিক আশীৰ্ব্বাদ করিলেন, আয়ুব তাহার পর ১৪০ বৎসর পর্যন্ত বাচিয় পৌত্র ও প্রপৌত্র চারি পুরুষ পর্য্যন্ত দে থিয়া অতিশয় বৃদ্ধাবস্থাতে সান্থনায়ুক্ত হইয় পরলোকে গমন করিল ; ممهمه 4 مدجججهم. একাদশ । মিসরদেশে মূসার বিরণ। সুসফের মৃত্যুর মাইট বৎসর পরে মিস্ট্রয় রাজ্যে সদবৰ্ময়ে নুতন রাজনিয়ম স্থাপন হইল। সুমফের উত্তম,তাধিকার ফল ও যশ অজ্ঞাত এমত এক জন রাজ'ফিরোণের রাজসিংহাসন প্রাপ্ত হইয়া ইসুয়েল লোককে রক্ষা নী করিয়া তাহাদিগকে নিগ্রহ পূল্বক নষ্ট, করিতে চেষ্টা