পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& © সকলেই বিস্মৃত হইয় গেল। তৎপরে তাহার। মূসাকে দ্বেষ্টন করিয়া তিরস্কার পূর্বক কহিতে লাগিল। মিসরেকি কবর ছিল না? তন্নিমিত্ত কি আমাদিগকে প্রান্তরে - মারিতে আনিলা? সেই বিপদের কালে মূসার দৃঢ়ভক্তি পরমেশ্বরের প্রতি প্রকাশ পাইল, তাহাদিগের এইরূপ তিরস্কাৰুে মূসা অন্তঃকরণে কিছুমাত্র ক্ষোভ না করিয়া সরলতা ও নমুত এবং সুবুদ্ধি পূল্বক তাহাদিগকে এই বিষয়ে উত্তর দিলেন, ও পরমেশ্বর নিজ বাহুবলদ্বার। তাহাদিগকে রক্ষা করিবুেন, ইহা মূসা নিশ্চয় জানিম্ন ফিরেন ও তাহার সৈন্য সমূহকে দেখিয়াও নিৰ্ভয়ে ইসায়েল বণশকে কহিলেন, তোমরা স্থির হইয়। আমার আজ্ঞানুসারে কৰ্ম্ম কর, মিসর দেশীয় লোকের সহিত তোমাদের যুদ্ধ করণের আবশ্যকতা নাই, কেবল স্থির হইয়। তাহাদের সন্দ্রনাশ দেখিতে আরো প্লাইব। আর কহিল, তোমরা ভয় করিও না স্থির হও। পরমেশ্বর অদ্য তোমাদিগকে কি প্রকারে উদ্ধার করেন তাহ দেখ। তোমরা অদ্য উপস্থিত মিসরীয়দিগকে দেখিতেছ বটে; কিন্তু আর কথন দেখিব না। পরমেশ্বর তোমাদের নিমিত্তে যুদ্ধ করিবেন, তোমরা স্থির হইয় থাক। অপর পরমেশ্বর মূসাকে কহিলেন,ইসুয়েল বণশকে অগ্রসর হইতে কহ। এবং তুমি আপন যষ্টি লইয়। আপন হস্ত সমুদ্রের উপরে বিস্তার করিয়। তাহা দুই ভাগ কর, তাহাতে ইস্লায়েল বংশ সমুদ্রের মধ্য দিয়া শুস্ক ভূমিতে চলিয়া যাইরে। এবণ দেথ আমি মিসরীয়দের অন্তকরণ কঠিন করিলে, তাহারা তাহাদের পশ্চাৎ ২ ঘাইবে, তাহাতে '