পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(? 8 স্বয়ফের অস্থি সঙ্গে লইয়। যে প্রান্তরের মধ্যদিয়। কৈনান দেশে যাইবার পথ ছিল, সেই প্রান্তরে স্ত্রী ও বালক • ছাড়া ইসুয়েল বলশের ৪০০০০ লোক লইয়। গেল। মিসরদেশে অব্রাহমের প্রথমবার গমনের পর ৪৩০ বৎসর, ও স্নে দেশে যাকুবের সপরিবারে বসতি করণ সময়ের ২১৬ বৎসর পরে, ঐ সকল পূৰ্ব্বোক্ত ঘটনা ঘটিয়াছিল। ফিরেীণ রাজ, মূসা এবং ইসুয়েল বণশকে সেখানে যাইতে দিয়াছিল বটে, কিন্তু স্বেচ্ছাপূৰ্ব্বক बुङ् । ইহাতে সে তাহাদিগের প্রত্যাগমন সময়ের অবিলম্বেই ক্রোধ পূৰ্ব্বক তাহাদিগকে আক্রমণ করিবার নিমিত্তে পশ্চাদমনের মনস্থ করিল। একারণ সে ৬০০ রথ ও প্রস্তুত বহুস০৬্যক সৈন্যসামন্ত সঙ্গে লইয়া যুক্ত সাগরের তাঁর পর্যন্ত তাহদের পশ্চাৎ ধাবমান হইল। সে সময়ে ইসুয়েল ব৯শ ঐ সমুদ্রের তীরে পাহহীরোথ নামক স্থানের নিকটে শিবির স্থাপন করিতেছিল, কিন্তু তাহার সমাগমে ঐ দুৰ্দশাগ্রস্ত ইসুয়েল বণশীয় লোক’নিতান্ত ভীত হইল, কেননা সেই দুরাত্মা রাজা তাহাদিগকে পশ্চাদ্ভাগ দিয়া আক্রমণ করিতে উপক্রমু করাতে, এবং সমুথে সমুদ্র এবং উভয় পাশ্বে পৰ্ব্বত থাকাতে তাহারা শস্কাপ্রযুক্ত এক কালেই নিরাশ হইল। ইহাতে তাহদের হিতার্থে কিঞ্চিৎকাল পূৰ্ব্বে পরমেশ্বর যে ২ আশ্চৰ্য্য কাৰ্য্য করিয়াছিলেন, এবদ মিসরদেশহইতে প্রত্যাগমন কালাবধি কি আশ্চৰ্য্যরূপে সৰ্ব্বশক্তিমটু পরমেশ্নর তাহাদিগকে দিবসে মেঘস্তম্ভ রাত্রিতে অগ্নিপ্তম্ভদ্বারা রক্ষা করিয়াছিলেন, তাহ তাহার।