পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Pፃ পরে পরমেশ্বর মূসাকে কহিলেন তুমি সমুদ্রের উপরে . আপন হস্ত বিস্থার কর, তাহাতে মিসরীয় ও তাহাদের" রথের ও অশ্বান্ধঢ়দের উপরে পুনৰ্ব্বার জল আসিবে। " তখন মূসা সমুদ্রের উপরে আপন হস্ত বিস্তার করিলে, প্রাতঃকাল হইবামাত্র সমুদ্র পূর্ববৎ, সমান হইতে লাগিল; তাহাতে মিসরায়ের তাহার সমুখহইতে পলায়ন করিল। তথাপি পরমেশ্বর তাহাদিগকে সমুদ্রের মধ্যে নিঃক্ষেপ করিলেন। ফলত ঃ জল পরাবৃত্ত হইলে তাহাদের রথ • ও অশ্বারূঢ়দিগকে আচ্ছাদন করিল। তাহাতে ফিরৌণের সে সকল সৈন্য তাছাদের পশ্চাৎ সমূদ্রে প্রবিষ্ট হইয়াছিল, তাহাদের মধ্যে একজনও অবশিষ্ট থাকিল না। কিন্তু ইস্রায়েল বংশ সমুদ্রের মধ্যবৰ্ত্তি শুস্ক পথদিয়া গেল, এবণ জল তাহাদের বামে ও দক্ষিণে প্রাচীয় স্বরূপ হইল। এই ৰূপে সেই দিনে পরমেশ্বর মিসরীয়দের হস্তুহইতে ইস্রায়েল ব^শকে রক্ষা করিলেন। ও ইসুয়েল বণশ মিসরীয় লোকদিগকে সমুদ্রের তীরে মৃত দেখিল। পরমেশ্বর মিসরীয়দের মধ্যে যে আশ্চৰ্য্য পরাক্রম প্রকাশ করিয়াছিলেন, তাহ ইস্রায়েল ব০শ দেখিল। তাহাতে লোকেরণ পরমেশ্বরের প্রতি ভয় করিয়া তাহাতে ও র্তাহার দাস মূসাতে বিশ্বাস করিল। مسیبی:9چسپیس छांद्रव्s ! . মূসা ও ইমায়েল বণশের প্রান্তরে গমনের বৃত্তান্ত। , পরে মুসা ও ইস্রায়েল বনশ পরমেশ্বরের উদ্দেশে