পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(? b এই গীত গান করিয়া কহিল। আমি পরমেশ্বরের উদেশে গান করি, তিনি আপন মহিমা প্রকাশ করিলেন। এবণ অশ্ব ও অশ্বান্ধঢ়গণকে সমুদ্রে নিক্ষেপ করিলেন। পরমেশ্বর আমার বল ও গানস্বৰূপ হইয়। আমার পবিত্রতা হইলেন ; তিনি আমার ঈশ্বর, অতএব আমি তাহার প্রশংসা করিব, এবং তিনি আমার পৈতৃক ঈশ্বর, এই জন্যে র্তাহার গুণানুবাদ করিব। যিহোবাঃ নামে মে পরমেশ্বর তিনিই যুদ্ধকৰ্ত্তা, তিনি ফিরেীণের রথ ও সৈন্যগণকে সমুদ্রে নিক্ষেপ করিলেন ; তাহাতে তাহার মনোনীত সেনাপতিগণ সুফসাগরে মগ্ন হইল, ও গভীর জল তাহাদিগকে আচ্ছাদন করিলে, তাহার প্রান্তরের ন্যায় তলাইয় গেল ; হে পরমেশ্বর তোমার দক্ষিণ হস্ত বলদ্বারা গৌরবান্বিত হইল। হে পরমেশ্বর তোমার দক্ষিণহস্ত শত্ৰুগণকে চূর্ণ করিল, তুমি আপনার বিপরীত গামি লোকদিগকে আপন উত্তম মহিমাতে নষ্ট করিলা, তোমার প্রেরিত ক্রোধ তাহাদিগকে নাড়ার নম্বয় ভক্ষণ করিল, এব০ তোমার ক্রোধের নিশ্বাস দ্বারা জল রাশীকৃত হইল, ও স্রোত সেতুর ন্যায় দণ্ডায়মান হইল, ও সমুদ্রের মধ্যে গভীর জল কঠিন হইল, তাহাতে শতুগণ কহিল,আমরাবেগে গিয় তাহাদিগকে ধরিব,এবণ লুটিত বস্তু ভাগ করিয়া লইলে তাহাদ্বায় আমাদের অভিলাস পূর্ণ হইবে, ও খড়গ নিস্কৃেষি করিলে, আমাদের হস্ত তাহাদিগকে বিনষ্ট করিবে। কিন্তু তুমি আপন নিশ্বাসদ্বার হস্কার করিলে, তাহারা সমুদ্র জলে আচ্ছন্ন হইল, ও গভীর জলেতে সীসার ন্যায় তলাইয় গেল। হে পরমেশ্বর