পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

§ 6 আছে তাহা তোমরা যত্ন পূৰ্ব্বক পালন কর। এব^ পরমেশ্বরের দৃষ্টিতে ন্যায় ও সৎআচরণ কর, তাহাতে তোমাদের মঙ্গল হইবে । অতএব তোমরা আমার সাক্ষাতে ৰূপ্যময়ী প্রতিমা করিও না, এব^ আপনাদের নিমিত্তে স্বর্ণময় প্রতিমাও করিও না। ষেজন কেবল 'পরমেশ্বর বিনা কোন দেবতার কাছে বলিদান করে সে ঘোরতর দণ্ড পাইবে । ও পরমেশ্বরের নামের নিন্দাকারী অবশ্য হত হইবে, সমস্তু মণ্ডলী তাহাকে প্রস্তুরাঘাতে বধ করিবে, তাহাতে পরমেশ্বরের নামের নিন্দাকারী বিদেশীয় যেমন, দেশীয় লোকেরাও তদ্রপ হত হইবে। তোমরা আপনাদের জন্যে কোন দেবতা কিম্বা খোদিত প্রতিমা নিৰ্ম্মাণ করিও না, ও কোন দণ্ডায়মান বিগ্ৰহ করিও না, ও তাহার সম্মুখে দণ্ডবৎ হইতে "তোমাদের দেশে কোন থোদিত প্রস্তরের প্রতিমা স্থাপন করিও না, কেননা আমিই তোমাদের প্রভূ পরমেশ্বর। তোমরা আপন প্ৰভু পরমেশ্বরকে ভয় কর, ও তাহাঁর সেবা করাও র্তাহাতে আসক্ত হও, ও তাহার নামে দিব্য কর। কেননা তোমাদের প্রভু পরমেশ্বর ঈশ্বরদের ঈশ্বর ও প্রভুদের প্রভু, ও মহান ও সৰ্ব্বশক্তিমান ও ভয়ঙ্কর ঈশ্বর, এবণ মনুষ্যের মুখাপেক্ষা করেন না, ও উৎকোচ গ্রহণ করেন না। কেহ আপন পিতাকে কি মাতাকে শাপদিলে সে বধ্য হইবে। তোমরা পকৃ কেশ প্রাচীনদের সম্মুখে উীিয় দাড়াইবা, ও বৃদ্ধ লোকদিগকে সমাদর করিবা, ও আপন ঈশ্বরের প্রতি ভয় রাথিবী, আমিই পরমেশ্বর। আর কেহ যদি প্রহার