পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఆ ఫి ত্রয়োদশ । ব্যবস্থার বিষয়। অপর পরমেশ্বর মূসাকে কহিলেন, তুমি ইস্রায়েল ব^শকে আমার এই সকল ব্যবস্থা দেও। হে ইয়ায়েল বংশ স্তন, আমাদের প্রভু পরমেশ্বর একই পরমেশ্বর। তোমর। আপন সমস্ত অন্তঃকরণ ও সমস্ত প্রাণ ও সমস্ত শক্তিদ্বারা আপন প্রভু পরমেশ্বরেতে প্রেম কর। এই দিনে আমি তোমাদিগকে যে সকল আজ্ঞা করি, সে সকলি তোমাদের মনে থাকুক। তোমরা আপন ২ সন্তানগণকে যত্ন পূৰ্ব্বক তাহ শিক্ষা দেও, এব^ যে সময়ে তোমরা আপন গৃহে বসিয়া থাক, কিম্বা পথে গমন কর, কিম্বা শয়ন কর,কিম্বা গাত্রে থান কর, তৎকালে ঐ সমস্তের কথোপকথন কর। তৎকালে সাবধান হইয়া মিসরদেশ । হইতে অর্থাৎ দাসত্বাগীর হইতে তোমাদিগকে বাহির করিয়া আনয়ন কারী যে পরমেশ্বর তাহাকে বিযুত হইও না। তোমরা আপন প্রভূ পরমেশ্বরকে ভয় কর, এব^ তাহার সেবাও কর ও র্তাহার নাম লইয়৷ দিব্য কর। তোমাদের প্রভু পরমেশ্বরের ক্ৰোধ যেন তোমাদের প্রতিকুলে প্রজ্বলিত না হয়, ও দেশ হইতে তোমাদিগকে বিনষ্ট না করে, এই জন্যে তোমরা অন্য . দেবগণের অর্থাৎ চতুৰ্দ্দিকুস্থিত লোকদের দেবতাদের পশ্চাদামী হইও না । মূসাতে যেমন”আপন প্ৰভু পরমেশ্বরের পরীক্ষা লইও না । তোমাদের প্রভূ, পরমেশ্বরের যে ২ আজ্ঞা দ্বারা যে ২ প্রমাণ বাক্য ও বিধি