পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१२* তুল্য প্রেম করিব, আমিই পরমেশ্বর। যে কেহ পরের *পশুকে বধ করে সে তাহণকে পরিশোধ করিবে, পশুর পরিবৰ্ত্তে পশু, আর যদি কেহ পরের ভাৰ্য্যাতে ব্যভিচার করে তৰে সেই ব্যভিচারী ও ব্যভিচারিণী উভয়ে নিতান্ত হত হইবে। যদি কোন পুরুষ বিবাহিত পরের স্ত্রীকে বলাৎকার করে, তবে সে বধ্য হইবে,কিন্তু যদি অনুঢ়াকে বলাৎকার করে,তবে সেই কন্যার পিতাকে পঞ্চাশ রূপ্য শিকিল দিবে, এবণ ঐ কন্য। তাহার পত্নী হইবে, এবণ সে তাহাকে কখন ত্যাগ করিতে পারিলি না। কোন পুরুষ কোন স্ত্রীকে বিবাহ করিলে পর, যদি তাহার কোন দোস প্রযুক্ত তাহার প্রতি অনুগ্রহ না করে, তবে সে তাহার জন্যে এক ত্যাগ পত্র লিথিয় তাহার হস্তে দিয়! আপন স্বাট হইতে তাহাকে বিদায় করিতে পারে, কিন্তু পুনৰ্ব্বার তাহাকে বিবাহ করিতে পারিবে না। আর কেহ, গরু কিম্বা মেষ চুরি করিয়া বধ কিম্বা বিক্রয় করিলে, এক গোরুর পরিশোধে পাচ গোরু ও এক মেষের পরিশোপে চারি মেষ তাহাকে দিতে হইবে, এবণ চৌৰ্য্য হৃত পশু যদি চোরের হস্তে জিবৗত পাওয়া যায়, তবে তাহাকে তাহার দ্বিগুণ দিতে হইবে। কিন্তু যদি পরিশোধ করণার্থে চোরের হস্তে কিছু না থাকে, তবে চৌর্য হেতুক সে বিক্রীত হইবে, আর কেহ যদি অন্যের শস্য ক্ষেত্র কিন্তু দ্রাক্ষা ক্ষেত্র গোরুকে খাওয়ায়, এব^ আপন পশু ছাড়িয়া দিলে, সে যদি অন্যের ক্ষেত্রে চরে, তবে সে জম তাহার পরিবৰ্ত্তে আপন ক্ষেত্রের উত্তম শস্য কিম্বা আপন দ্রাক্ষা ক্ষেত্রের উত্তম ফল তাহাকে দিবে। আর কেহ কণ্টক