পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

శి తి বনে অগ্নি লাগাইলে, যদি কাহারো ধান্যরাশি কিম্ব, বদ্ধমান শস্য কিম্বা ক্ষেত্র দগ্ধ হয়, তবে সেই দগ্ধকারী অবশ্য তাহার মূল্য দিবে। আর কেহ মুদ্র কিম্বা কোন দ্রব্য আপন প্রতিবাসির, স্থানে গচ্ছিত রাখিলে তাহ। যদি তাহার গৃহ হইতে কেহ চুরি করে, এব^ সেই চোর ধরা পড়ে, তবে সে তাহার দ্বিগুণ দিবে। কিম্বা যদি চোর ধরা না পড়ে, তবে গৃহস্বামী প্রতিবাসির দুৰ্যে হাত দিয়াছে কি না, তাহ জানিতে সে বিচার কৰ্ত্তার সাক্ষাতে আনীত হইবে। তখন উভয়ের কথা বিচার কৰ্ত্তার নিকটে উপস্থিত হইলে, বিচার কৰ্ত্ত। যাহাকে দোষী করিবেন, সে আপন প্রতিবাসিকে তাহার দ্বিগুণ দিবে। আর তোমরা চুরি করিও না, ও প্রবঞ্চনা করি ও না, এব° পরল্পর মিথ্যা কথা কহিও না, আর তুমি আপন প্রতিবাসির প্রতি অন্যায় করিও না, ও অপহরণ করিও না, এবণ বেতন গ্রাহির বেতন রাত্রি অবধি প্রাতঃকাল পর্যন্ত রাথিও না, আর তোমরা বিচার কিম্ব পরিমাণ কিম্ব তেল কিম্বা কাঠ বিষয়ে অন্যায় করিও না। প্রকৃত দাড়ি ও প্রকৃত বাটখারা ও প্রকৃত হিন তোমাদের হইবে, কেননা তোমাদের সেই প্রভ পরমেশ্বর আমি। তুমি কাহারে। মিথ্যা অপবাদ গ্রাহী করিও না, ও মিথ্যাসাল্পী হইয়া দুষ্টের যুহায়তা করিও না, তুমি দুষ্ট কৰ্ম্ম কুরিতে বহু লোকের পশ্চাদ্বন্ত হইও না, এবং অন্যায় কর্ণার্থে বহু লোকের পক্ষ হইয় প্রতিবাদ করিও না, এবণ মিথ্যা বিষয় হইতে দূরে থাক এবং নির্দোষকে ও ধাৰ্ম্মিককে নষ্ট