পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

哈动 সন্তানের মূসার বাক্যানুসারে তাহা করিলে, তদিনে । তাহাদের মধ্যে নূ্যনাতিরেক তিন সহতু লোক মারা পড়িল। পরদিনে মূসা লোকদিগকে কহিল, তোমরা মহাপাপ করিল, এখন আমি পরমেশ্বরের নিকটে পৰ্ব্বতে আরোহণ করিতেছি, যদি হয় তুবে আমি তোমাদের পাপের প্রায়শ্চিত্ত করিব। পরে মূসা পরমেশ্বরের নিকটে ফিরিয়া গিয়া কহিল, হায় ং এই লোকেরা মহাপাপ করিয়া আপনাদের জন্যে স্বর্ণময় দেবতা নিৰ্ম্মাণ করিল, এখন যদি তোমার অনুগ্রহ হয়, তবে তাহাদের পাপ ক্ষমা কর, কিন্তু যদি না কর, তৰে আমি বিনয় করিতেছি, তোমার লিখিত পুস্তকহইতে আমার নাম কাটিয়া ফেল, তাহাতে মূসাকে পরমেশ্বর কহিলেন, যে জন আমার প্রতিকূলে পাপাচরণ করিল, আমি আপন পুস্তকহইতে তাহার নাম কাটিয়া ফেলিব। অনন্তর পরমেশ্বর মূসাকে কহিলেন, যাও, আমি অব্রাহমের ও ইসহাকের ও যাকুবের কাছে যে দেশ দিবার বিষয়ে দিব্য করিয়াছিলাম, তোমার বণশকে আমি সেই দেশ দিব, সে দেশে তুমি লোকদিগকে এখানহইতে লইয়া যাও। আমি তোমার অগ্ৰে এক দূত পাঠাইয়। কিনানীয়দিগকে দূর করিব। এব^ আমি তাহাদিগকে দুগ্ধ মধুপ্রবাহিদেশে আনাইৰ । কিন্তু"আমি, তোমাদের মধ্য বৰ্ত্তী হইয়া যাইব না, কেনম্ন তোমরা অবাধ্য হইবে, কি জানি আমি যদি পথের মধ্যে তোমাদিগকে স^হার করি। অপর লোকেরা এই দুৰ্ব্বাক্য শুনিয়া বিলাপ করিয়া কেহ আপন শরীরে অলঙ্কার