পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b-3 করিয়৷ এই প্রচাৱ করিলেন, এই পরমেশ্বর দয়ালু,ও কৃপাবান, ও চিরসহিষ্ণু এব^ দয়াতে পরিপূর্ণ ও আত্মস্বৰূপ ; এবণ সহস্র ২ পুরুষের প্রতি দয়াকারী, এব^ পরমেশ্বরই আজ্ঞা লঞ্জন জন্য পাপের ক্ষমাকারী, কিন্তু তাহার। দণ্ড দাতা ও তৃতীয় ও চতুর্থ পুরুষ পর্যন্ত পুত্ৰ ও পৌত্রদের প্রতি পিতৃ পিতামহাদি পূৰ্ব্ব পুরুষের পাপের ফলদাতা। তাহাতে মূসা শীঘু ভূমিতে পড়িয়া র্তাহাকে প্রণাম ও ভজনা করিয়া কহিল, হে প্রভো আমি যদি তোমার দৃষ্টিতে অনুগ্রহ পাইয়া থাকি, তবে বিনয় করি, হে আমার প্রভো আমাদের মধ্যে আসুন, এব^ এই লোকের অবাধ্য হইলেও তাহাদের অধৰ্ম্ম ও পাপ মোচন করিয়া তাহাদিগকে আপন অধিকার করিতে আমাদিগকে গ্রহণ করুন, তখন তিনি কহিলেন, দেখ আমি এক নিয়ম করি, তাবৎ পৃথিবীতে ও তাবৎ জাতির মধ্যে যাহা কথন কৃত হয় নাই, এমত আশ্চৰ্য্যকৰ্ম্ম আমি তোমার দিগের তাবতের সাক্ষাতে করিব। তাহাতে যে সকল লোকের মধ্যে তুমি আছ তাহারণ পরমেশ্বরের সেই কৰ্ম্ম দেখিবে, কেননা তোমার নিকটে যাহা করিব, তাহা ভয়ঙ্কর। অদ্য আমি তোমাকে ঘাহা আজ্ঞা করি তাহাতে মনোযোগ কর, দেখ আমি ইমোরীয় ও কৈনানীয় লোকদিগকে তোমার সমূখহইতে দেখাইয়া দিব। কিন্তু সাবধান, যে দেশে তুমি লইতেছ, সেই দেশ নিবাসিদের সহিত নিয়ম করিও’ন, তাহ। করিলেই তোমাদের মধ্যে সে এক ফাদ স্বৰূপ হইবে। কিন্তু তুমি তোমাদের বেদী ভগ্ন করিব, ও তাহীদের