পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৮২ প্রতিম ভাঙ্গিয় ফেলিবা, ও চৈত্যবৃক্ষ কাটিয়া ফেলিব। পাপক্রোধকারীনামে বিখ্যাত যে পরমেশ্বর, তিনিই পাপের প্রতি ক্রোধ করেন, এই জন্যে তুমি অন্য কোন দেব তাকে প্রণাম করিও না। অপর পরমেশ্বর মূসাকে কহিলেন, তুমি এসকল বাক্য লেখ, সেই বাক্যানুসারে তোমার ও ইস্রায়েললোকদের সহিত আমি নিয়ম স্থির করিলাম। তখন মূসা পরমেশ্বরের আজ্ঞানুসারে সেই পৰ্ব্বতে ৪০ দিবারাত্রি অন্ন ভোজন ও জল পান না করিয়া থাকিল, এবণ তিনি প্রস্তরে ঐ-নিয়ম বাক্যানুসারে দশ আজ্ঞা লিখিলেন। পরে সীনয় পৰ্ব্বত হইতে মূসার নামিবার সময়ে তাহার মুথ এমত দেদীপ্যমান হইল, যে লোকের তাহ দেথিতে সমর্থ ছিলনা, তজ্জন্যে তিনি অ্যাপন বদনে এক অবগুণ্ঠন বস্ত্র দিলেন । حسجھ<<-}-ه مماس۔ •% फ्रभो ! আবাস ও তৎসম্বকীয় সম্নত্তির বিবরণ। মুসা লোকদের নিকটে বিধির প্রস্তুর আনিয়া, এবণ তাহাদের নিকটতইতে পরমেশ্বরের প্রতি ভক্তি বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ শুনিয়া, ঈশ্বর দত্ত কতিপয় আজ্ঞা বাক্যানুসারে কৰ্ম্ম করিতে উদ্যত ছিল। সে লোকদিগকে একত্র করিয়া পরমেশ্বরের আজ্ঞ তাহাদিগকে জানাইল, ইহাতে লোক সকল একবাক্য হইয়। পরমানন্দে এত রত্ন ভূষণ বস্ত্র সুগন্ধিদ্রব্যাদি সেখানে আহরণ করিল, যে মূসা প্রয়োজন মতে সকল সামগ্রী 襯