পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

レア" পাইয়া আর অধিক আনিতে তাহাদিগকে নিবারণ করিল। তদনন্তর মূসা প্রথমতঃ দীঘে ৩০ ও প্রস্থে ৯ হাত পরিমিত । এমত এক আবাস নিৰ্ম্মাণ করিলে পরে, তাহার মধ্যে সূচী কৰ্ম্ম দ্বারা বিচিত্রিত আশ্চৰ্য্য দর্শনীয় পরদ রাথিয় ঐ শিবির দুই ভাগে বিভক্ত করিল। উহার মধ্যে পর্দার পশ্চাদ্বন্তি গৃহের নাম (পবিত্ৰাৎ পৰিত্ৰ ) ও সম্মুখবৰ্ত্তি গৃহের নাম (পবিত্র স্থান)রাথিল। পবিত্ৰাৎ পবিত্র নামক স্থানে সুবর্ণমণ্ডিত বহুমূল্যকাষ্ঠ নিৰ্ম্মিত নিয়ম সিন্দুক রাথিয় তাহার মধ্যে বিধির দুই প্রস্তুর লইয়। রাখিল। ঐ সিন্দুকের সুবর্ণ নিৰ্ম্মিত ঢাকুনিতে (কিরবিম) নামক দুই পক্ষির আকৃতি স্থাপিত ছিল, উহাদের পক্ষ এমং বিস্তারিত সে তাহ দ্বারা সমুদায় সিন্দুক আবৃত ছিল, এবং ইহা সৰ্ব্বশক্তিমান বিভু পরমেশ্বরের অসাধারণ সিংহাসন সদৃশ ছিল, ইহার নাম আবরণ রাখা গেল। ঐ পরদার বাহিরে পবিত্র স্থানে দশন রুটীর মেজ রহিল । এবং তাহাতে বারথান রুটী সৰ্ব্বদাই পড়িয়া থাকিত, সেই সকল রুট প্রতি সপ্তাহের শেষে কেবল যাজকেরাই ভোজন করিত, কেননা যাজক ভিন্ন অন্যলোকের প্রতি উহ গাইতে নিষেধ ছিল, সে সকল রুট খাওয়া সমাপন হইলে, অন্য’বারান রুট সেই মেজের উপরিভাগে পূৰ্ব্বমত স্থাপিত হইত। ঐ মেজের সমুথে এক সুবৰ্ণময় প্রদীপাধার, অর্থাৎ পিলসুজ ও তাহার সাত শাখাতৈ সাতটি স্বর্ণময় প্রদীপ কুলান ছিল। ঐ আবাসের দ্বারেতে পূপের বেদী ছিল, তাহাতে সায়^ প্রতঃকালের