পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b-t দ্বিতীয় বৎসরে সেই আবাস পরমেশ্বরের উদেশে প্রতিষ্ঠিত হইল। এব^ ইসুয়েল বলশের সাক্ষাতে দিবসে আবাসোপরি মেঘস্তম্ভ, রাত্রিকালে অগ্নিস্তম্ভ থাকিত। কিন্তু যখন আবাসের উপর হইতে মেঘ দূরে যাইত,তখন ইয়ায়েল বণশ ভূমণ করিতে বাহির হইত, কিন্তু যাবৎ পৰ্য্যন্ত ঐ মেঘ স্থানান্তরে না যাইত তাবৎ তাহার কুত্ৰাপি যাইত না। கத்திமுக ষোড়শ । দ্বাদশচরের বিবরণ । হারোণ এব• তাহার পুত্রের যাজকতাপদে অভিষিক্ত হইয়া পরমেশ্বরের সেবা করিতে নিযুক্ত হইল, এবণ পরমেশ্বর কর্তৃক নির্দিষ্ট তাহার প্রত্যেক কুটুম্ব যাজকতা কৰ্ম্ম করিতে ক্ষমতা পাইল। হারোণের প্রধান দুই পুত্ৰ নাদব এবণ আবাঁহ নিৰ্ভয়ৰূপে এই সকল ব্যবস্থা লঞ্জন করিলে পর, পরমেশ্বর অন্যান্য যাজকগণকে এই বিষয় সাবধান করিবার জন্যে স্বর্ণহইতে অগ্নি পাঠাইয়ক্ষ ঐ দুই পুত্রকে এক কালে দগ্ধ করিয়া বিনষ্ট করিলেন। সীনয় গিরিহইতে তিন দিবসের পথপৰ্য্যন্ত শিবির স্থাপনানন্তর লোকের পুনৰ্ব্বার বাদানুবাদ করিয়া কহিল, এখন, আমাদিগকে আহারের নিমিত্তে মাসি আনিয়া কে দিবে, আমরা মিসরদেশে যে ২ মৎস্য ও সশ ও খরবুজ, ও অপারু, ও পলাণ্ডু এব" লগুন প্রভৃতি সামগ্রী পরিতোষৰূপে থাইতাম