পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

レー" শ্বর আপন দাসের সহায় হইয়। মরিয়মকে কুণ্ঠগ্রস্ত করিলেন। তাহাতে বাদানুবাদকারি ঐ দুই জন আপনাদের পাপের প্রতিফল জানিতে পারিল, কিন্তু মূসা তাহাদের নিমিত্তে প্রার্থনা করাতে, পরমেশ্বর তাহাদের পাপ ক্ষমা করিলেন । , s গ্রীষ্টের জন্মের পূৰ্ব্বে ৪৯১ বৎসর। পরে মূসা প্রত্যেক ব^শের এক ২ জন করিয়া পারণ হইতে দ্বাদশ চরকে কৈনান দেশ অনুসন্ধান করিতে প্রেরণ করিল। দূতেরা ফিরিয়া আসির দেশের উৎপাদন শক্তি ও শোভা বিষয়ে বাহুল্য রূপে বর্ণন করিল, এবং তদ্বিবরণ প্রমাণার্থে তাহারা দুই ব্যক্তির ভারোপযুক্ত বৃহৎ এক থলিয়া দ্রাহ্মাফল আনিয়াছিল। কিন্তু তাহাদের মধ্যে দশ জন সেই দেশীয় লোকদের বিষয়ে এবণ প্রাচীর বেষ্টিত নগরের বিষয়ে এতাদৃশ ভয়ানক বৃত্তান্ত কহিল, যে তাহাতে শ্রোতারা তৎক্ষণাৎ ভীত হইয়া শিবিরের মধ্যে কলরব করিতে লাগিল। পরে লোকের তাহাদের সেনাপতিদের বিরুদ্ধে বাচসা করিতে লাগিল, এব^ কহিল আমরা এই অরণ্যেতে মরি, সেও ভাল তথাপি আমরা মূসার সঙ্গে আর যাইব না, কিন্তু মিসরদেশে ফিরিয়া লইয়া যাইতে তাহার এক জন পথদর্শক অন্য সেনাপতিকে নিযুক্ত কুরিতে মন্ত্রণা করিল। অঙ্গীকৃতদেশ অধিকার করিবার সাহসে তাহারা পূৰ্ব্বে অগ্রসর হইয়াছিল, কিন্তু ঐক্ষণে তাহাতে তাহাদের মন রহিল না। এব^ ঈশ্বর আপন পরাক্রম দ্বারা যে সকল মদ্ভুত কৰ্ম্ম করিয়া তাহাদিগকে রক্ষা করিয়া 1 2