পাতা:যোগবাশিষ্ঠ রামায়ণ.djvu/২৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যোগধ্যশিষ্ঠ । 9 مياه: জীবের বিষয়াশ কেবল জরা মরণাদিরূপ দুঃখ সকলের রক্ষপেটিকার ন্যায়, তাহা বিস্তার করিয়া গ্রীরঘুনাথ মুনিনাথ,বিশ্বামিত্রকে কহিতেছেন। তদৰ্থে উক্ত হইয়াছে। যথা –(ক্লরামরণ দুঃখানামিতি) । জরামরণছুঃখানামেকারত্নপ্রমুদ্রিকা । অধিব্যাধিবিলাসালাং নিত্যমত্তাবিলাসিনী ।। ৩৯ ৷৷ প্রমুদ্রিক৮ংপুটিক ॥৩৯। অস্যার্থঃ । ছে ঋষিবর কৌশিক ! এক বিষয়তৃষ্ণ জীবের জরামরণাদি দুঃখ সমূহের পেটিক স্বরূপ, অধিব্যাধি বিলtলাদি নিত্য বিলাসিনী এবং মত্ততার অtধার ভূত হয়। ৩৯ ৷৷ তাৎপর্য — যেমন সকল রত্নকে জীবের পেটিকা মধ্যে অর্থাৎ পেটীরা ৰ সিন্দুকের মধ্যে রত্ন সকলকে সংস্থাপিত করিয়া রাখে, সেইরূপ জরাণরণাদি দুঃখ সকল রত্নেরন্যায় পেটিকারূপ আশাতেই নিয়ত সংস্থাপিত আছে। আর জীবের মত্তত কারণ বিলাসাদিতে আশা নিত্যই নিযুক্ত থাকে, অর্থাৎ আশাই মনঃ পীড়া, ও পীড়াদির আধাররূপিণী নিত্য বিলাসিনী হয়, বস্তুতঃ বিষয়াশাই ৷ সমস্ত অনর্থকরিণী তাঁহাকে পরিত্যাগ করাই উচিত ইতি শ্রীরামীভিপ্রায়ঃ ।। ৩৯ !! অনন্তর বিষয়তৃষ্ণার বিচিত্র ক্রিয়ার দৃষ্টাস্তে রঘুরাজ রামচন্দ্র, মুনিরাঙ্গ বিশ্বামিত্রকে কহিতেছেন, তদৰ্থে উক্ত হইয়াছে। যুথ –(ক্ষণমালোক বিমলেত্যাদি ) । ক্ষণমালোক বিমলা সন্ধিকারলবাক্ষণং । ব্যোমবীধুপমাতৃষ্ণ নাহারগহণাক্ষণং।। ৪ ॥ " আলোকদষদ্বিবেকপ্রকাশঃ বোমৈবধীীতদুপমানীহার সদৃশৈব্যামোহৈ ॥৪৯ ।

  • অস্যার্থঃ ।

হে মুনিবর বিশ্বামিত্র । জীবের বিষয়তৃষ্ণ কখন নিৰ্ম্মল আলোকময়ীর ন্যায়, BBB B BBBBB BBB DDS BH BBB BBBBBD BBB BBS BBD ব! বননীহার রূপ হয় | ৪০