পাতা:যোগবাশিষ্ঠ রামায়ণ.djvu/৩৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যোগবাশিষ্ঠ । \రిJN9 অনন্তর বাল্যাবস্থার তীরে নিন্দ করিয়া ঐরাম মুনিবরকে কহিতেছেন, তদৰ্থে উক্ত হইছে। বখা-(রোবরোন্িেত । রোষরোদনরৌদ্রাস্ক দৈন্য জর্জরিতামুচ । দশাস্তুবন্ধনং বাল্যমালানং করিণামিব ! ৩ ॥ চকারো মুক্তানন্তদুৰ্দশাসমুচ্চয়ার্থঃ বন্ধন অধিকরণেরপুট আলানং গজবন্ধনস্তম্ভ ॥৩ অস্যার্থঃ । হে ঋষিবর কৌশিক ! বাল্যাবস্থা জীবমাত্রেরি রোষজনিক ও রোদনজনিক, এবং ভয়জনিক হয়, দীনতা ও জীর্ণতা জননী, এবং সকল দশার মধ্যে এই বাল্যকাল-বারগুণ বন্ধন স্তম্ভের ন্যায় কেবল দুঃখজনক জানিবেন। ৩ ॥ W তাৎপৰ্য্য —বাল্যাবস্থায় অহেতুক বা সহেতুক হউন্থ উভয়'মতেই অনায়াসে ক্রোধ ও অনায়াসে জন্দন উপস্থিত হয়, ভীরুতাপ্রযুক্ত পদেপদে ভয়োৎপন্ন হয়, অর্থাৎ "ভুত, পিচাশ, বুড়, হুমো, জুজু” ইত্যাদি শব্দ ব্যাহরণমাত্রেই ভীত হইয়া জননীর ক্রোড়াঞ্চলে লুক্কায়িত হয়, যেমন স্তম্ভেবদ্ধ হস্তী নিয়ত দীনতা ও জীৰ্ণতাপ্রাপ্ত হইয়া থাকে, তদ্ধপ জীবকে এই বাল্যকাল দীনভাবে নিয়ত রাখতেছে, ইতিভাবঃ ৩ ॥ সৰ্ব্বাবস্থাপেক্ষ বাল্যাবস্থায় দুঃখাতিশয় হয়, তদৰ্থে শ্রীরামচন্দ্র ঋষিবর বিশ্বামিত্রকে কহিতেছেন । যথা—(ন মৃতে ন জরীরোগইতি) । - ন মৃতৌ ন জরারোগ ন চাপদি ন যৌবনে । তাশ্চিন্তাবিনিকৃন্তন্তি হৃদয়ং শৈশৰেষুষা ৷৷ ৪ ৷৷ জরারোগেসমাহারদ্বন্দুে একবস্তাবঃ তাস্তাদৃশঃ পরিতঃ কৃন্তন্তি ছিন্দন্তীবপীড়য়স্তিষা যাদৃশাঃ ॥ ৪ ॥ - - অস্যার্থঃ । হে মহৰ্বি কুশূিকবর ! শৈশবকালে যাদৃশ দুঃখজনক চিন্ত উৎপন্ন হয়, জীবের জরাকালে কি রোগাবস্থায়, বা মরণকালে, বা আপৎকালে, অথবা যৌবনাবস্থায় তাদৃশ দুঃখ ও পীড়াদায়ক চিন্ত উৎপন্ন হয় না। ৪-॥