পাতা:যোগবাশিষ্ঠ রামায়ণ.djvu/৪৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যোগবশিষ্ঠ । 8¢ፃ y \ অস্যার্থঃ । হে ঋষিবর মুনিশাৰ্দ্দল । এই কাল পুনু পুনঃ চতুর্দশ ভূবন ও বন বনান্তর, লোক লোকান্তর,এবং জনসন্ধুল কল্পমা পূৰ্ব্বক প্রতিস্ম ত্যুক্ত আচারাদিকে অচল রূপে রচনা করিয়া পুনৰ্ব্বার চলৰূপে তাহার বিনাশ করেন। যেমন পঙ্কদ্বারা বালকের অখিন্ন নানাবিধ পুতুল গড়িয়া খেল করে, কিঞ্চিৎ পরেই মমতাশূন্য হইয় তাহাকে নিষ্ট করিয়া থাকে, তদ্বৎ || ৩২ ॥- - তাৎপৰ্য্য —সকলই কালকর্তৃক স্বস্ট, কালেই বিনষ্ট হয়, কিন্তু প্রথমে অখিন্নরূপে প্রতীতই থাকে, অর্থাৎ সত্য ত্ৰেতাদি যুগদ্ধয়ে প্রতিস্মতি বিহিত আচারাদির অচলা স্বষ্টি করিয়া ক্রমে দ্বাপর কলি এই যুগদ্ধয়ে তাহকে প্রচলা করেন, অর্থাৎ সত্যাদি যুগের পরিশুদ্ধ আচারকে ক্রমে দ্বাপরাদি যুগে বিনষ্ট করিয়া অপকৃষ্ট আঁচারের. কল্পনা করেন, সুতরাং কালইসিদসৎ প্রবৃল্লির প্রবর্তক হন, কালেই জগৎ উৎপত্তি, কালেই নিধন হয়, ইতিভাবঃ ॥ ৩২ ৷৷ ইতি বশিষ্ঠতাৎপর্যা প্রকাশে বৈরাগ্য প্রকরণে কৃতান্ত বিলাস নামে * পঞ্চবিংশতি সৰ্গ:-সমাপনঃ।। ২৫ । 6 న ]