পাতা:যোগবাশিষ্ঠ রামায়ণ.djvu/৫২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫১৬ - যোগবশিষ্ঠ । অস্যার্থঃ । হে মুনিরাজগাধিনন্দন! যেমন দিবস ও যামিনীর ক্রমশঃ বিকারপ্রাপ্তে নিয়ত পরিবর্তন হইতেছে, সেইরূপ বিকারবান জীবাদি বস্তুমাত্রেরই ক্রমশঃ জন্ম মরণ, ও বৃদ্ধি ক্ষীণতাদি প্রাপ্ত পরিবর্তন হইয়া থাকে। অর্থাৎ একবার নাশ, ও একবার উৎপন্ন হয়, কখনই এক ভাবে চিরকাল সুস্থির থাকিতে পারে না ইতিভাবঃ ॥ ৩৪ ৷৷ জগতে আপন আপন উৎকৃষ্টাপকৃষ্ট রূপের পরিগ্রহ করিয়া কেহই অভিমানী হইতে পারেন না, যেহেতু এই জগৎবিকারী হয়, তদৰ্থে রঘুনাথ মুনিনাথবিশ্বামিত্রকে কহিতেছেন। যথা –(অশুরেণ হত ইতি ) ৷ অশ্বরেণহতঃশ্বর একেনাপিহতং শতং । প্রাক্কতা: প্রভুতাংখাতাঃ সৰ্ব্বমাবৰ্ত্ততেজগৎ । ৩৫ ৷৷ আবৰ্ত্ততেবিপৰ্য্যস্ততে। ৩৫ ৷৷ অস্ত্যার্থঃ । হে মহর্ষিবর কৌশিক ! এই সংসারে-কখন দুৰ্ব্বল ব্যক্তিও বলবান ব্যক্তিকে বিনাশ করে, কদাপি একব্যক্তি হইতেও শত শত বলিষ্ঠব্যক্তি নিহত হয়, কখন সামান্যকুলভব প্রাকৃত নরও নরপতি হইয়া সকলের উপর প্রভূত করে, সুতরাং এতজ্জগতে সকলেই বিকারপ্রাপ্ত হইয়া থাকে। অর্থাৎ ঈশ্বরাধীন জগৎ, এ জগতে জীবের অধীন কিছুমাত্র বস্তু নাই ইতি ভাবঃ।। ৩৫ ৷৷ • জলন্তর বিকারবৎ মন্থষেরস্বরূপ ছষ্টান্ত দিয়া শ্রীরঘুবৰ্য মুনিবৰ্য্যবিশ্বামিত্রকে কহিতেছেন। তদৰ্থে উক্ত হইয়াছে। যথা –( জনতেয়মিতি ) ৷ জনতেয়ং বিপৰ্য্যাসমজস্ৰমমুগচ্ছতি । জডস্পন্দ পরামর্শান্তরঙ্গানামিবরলী ॥ ৩৬। জনতাচেতনসমূহঃ জড়স্তাচেতনস্ত প্রণকরণদেঃ জড়য়োরভেদাজলস্তচম্পন্দেন পরামর্শৎসংসৰ্গাৎ ৷৷ ৩৬ ৷৷ অস্যার্থঃ । হে কুশিকবুলপ্রস্থত মহার্য! এই জগতে জড়বৎ জনসকল নিয়তই বিকৃতিভাব । প্রাপ্ত হইয় থাকে, যেমন সলিলস্পন্দন দ্বারা তরঙ্গশ্রেণীর উদ্ভাবন হয়, অর্থাৎ জলভিন্ন তরঙ্গ অনা বস্তু নহে, শুদ্ধ বায়ুর আঘাতে স্পদিত কলোলে যেমন ঢেউ উঠে, সেই রূপ সংসারে কার্যাৰগের উৎপত্তি হয় ৷৷ ৩৬ ৷৷