পাতা:রঙ্গমল্লী.djvu/৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দণ্ঠিহার। Q:6. ● Cz९म एकाङ्क আমরা যে কোথায় রইছি—সেইটে একবার জানতে পারলে ङ्ग्न । ष्ट्रिठीौग्न फाङ्क উনি যাওয়ার পর থেকে, সব যেন ঠাগুtয় কালিয়ে উঠেছে। প্রথম অন্ধ আমি জানতে চাই আমরা কোথায় । অন্ধ স্থবির তোমরা কেউ বলতে পার ? —আমরা এ কোথায় এলাম ? অন্ধ স্থবির। অনেকক্ষণ ধরে ইট হ’য়েছে ; আশ্রম থেকে বোধ হচ্ছে ঢের দূরে এসে পড়িছি। প্রথম অন্ধ অt-আl 1. • • • • • • • • মেয়েরা আমাদের সামনে নাকি ? অন্ধ স্থবির। ই ; আমরা তোমাদের সমুখটিতেই বসে আছি । <टयंथ्रम पछाक দাড়াও, আমি তোমার কাছে যাই ; ( উঠিয়া হাতড়াইতে লাগিল ) তুমি কোনখানে ? কথা কও । তবে তো আন্দাজ পাব। অন্ধ স্থবির। এই যে, আমরা পাথরের উপর বসিছি। প্রথম অন্ধ ( অগ্রসর হইতে গিয়া হোচট লাগিয়া ) আঃ ! আমাদের মাঝখানে কি একটা রয়েছে— Q =