পাতা:রঙ্গমল্লী.djvu/৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দৃষ্ট্রিহার هو Cو অন্ধ স্থবিরা আমার মনে হয় যেন কত যুগই এখানে বসে আছি । बर्छे अक আমি•••••• জায়গাটা-••••• প্রায় ঠাউবে ফেলেছি......... তৃতীয় অন্ধ যেদিকে প্রহর বাজল সেই দিকে গেলে হয়। ( নিশাচর পক্ষীরা আনন্দ কাকলি করিয়া উঠিল ) প্রথম অন্ধ গুনছ ? শুন্‌ছ ? দ্বিতীয় অন্ধ ও আবাব কি গো ? আমবা তবে একলা নেই! তৃতীয় অন্ধ আমার গোড়াতেই সন্দেহ হ’য়েছিল,••••••••• কেউ আড়িপেতে আমাদের কথাবার্তা শুনছে । ঠাকুর কি ফিরে এলেন ? প্রথম অন্ধ কি জানি ওকি ! ওই উপব দিকটায় । দ্বিতীয় অন্ধ তোমরা কি বল হে ? কিছু শুনলে ? অমন চুপচাপ, থাক কেন ? অন্ধ স্থবির আমরা এখনও শুনছি। অন্ধ তরুণী আমি ডানার শস্ব পাচ্ছি।