পাতা:রঙ্গলাল-গ্রন্থাবলী.djvu/১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

le রঙ্গলাল-গ্রন্থাবলী নিৰ্ব্বরের ঝরে জল, সেইরূপ অবিকল, নায়িকা-নয়ন-উৎস ঝরে । উভয়ের এক দশা, তাই বুঝি মদালস, নিৰ্বার-সনিধি খেদ করে। কেহ বা ললিত স্বরে, প্ৰেমময় গান করে, তfন ধরে আীর এক জন । এমনি মধুর তান, বিহঙ্গ ত্যজিয়ে গান, স্তব্ধ হয়ে করহে শবণ। কেহ জলে কেলি করে, যেন শোভে সরোবরে, অভিনব প্রফুল্ল কমল। মুখমাত্র দেখা হয়, কুঞ্চিত কবরী তায়, ८यन मधूणद्ध छुझमल । কেহ বা বাজায বীণা, তাধীন। তাধীন। ধীনা, মৃদঙ্গে দিতেছে কেহ সঙ্গ । সুরস বীণার ধবনি, অস্তরে উল্লাস গণি, স্থির-নেত্ৰে শুনিছে কুরঙ্গ । চাচর চিকুর খেলা, কেহ বা দোলাম দোলা, ধাবাধাবি বকুলের তলে। কেহ বা দূলিছে তাঁয়, মণি কিল। শোভা হায়, তড়িৎ চমকে মেঘদলে । বিনোদ ব্যষিাম-চুলে, কপোলেতে বঙ্গ ফলে, আরক্তিম বিম্বফল জিনি । ঘন ঘন বহে শুগি, হৃদয়ে উল্লাস ত্রাস, কঙ্কণ বাজিছে মিণি ঝিনি।। উড়িছে ওড়ন। বগি, পক্ষ প্রায় পরকাশ, পী যেন হেলিছে অম্বরে। থেকে থেকে কহে কেহ, “ধীরে সই দোল দেহ”, লাজভরে অম্বর সংবরে ৷ এইরূপে সখীসনে, বিলসে বিহার বনে, পুদোষেতে মাণিক্য-দুহিতা, কৰ্ম্মদেবী নাম তীর, রূপে লক্ষ্মী-অবতার, চৌষটি কলায় প্রকাশিত। ষোড়শী রূপসী বালা, লাবণ্য পুষ্পের ডালা, অনূঢ়। সরল চারুশীলা । তরুণ বসন্ত সম, যৌবনের উপক্রম, দেহে তাঁর আসি দেখা দিল । এই ছিল মুকুলিত, মঞ্জরীতে আকুলিত, বহে ক'লে ললিত ফলিত ? রূপে গুণে অদ্বিতীয়, দিন দিন চারু রেখা, ঈষৎ যেতেছে দেখা, श्रृंरर्दउांब इश्ल चंजिऊ । । বয়স্থ দেখিয়া তায়, চিস্তিত মাণিক্য রায়, নানারূপ প্রস্তাব প্রবন্ধ। অবশেষে হলো স্থির, মন্দারের ভূপতির, নন্দন সহিত সুসম্বন্ধ ৷ অরণ্যকমল নাম, কুলের গৌরবগাম, রাঠোর প্রসিদ্ধ রাজস্থানে। কৰ্ম্মদেবী সহ বিভা, প্তেম-পদ্মরাগ নিভা, দিবানিশি জলে তার পূণে । হেথা শুন সমাচার, মাণিক্যের সদাচার, বশীভূত করিল সাধুরে। দলবল লয়ে সঙ্গে, বিবিধ বিনোদ রঙ্গে, প্রবাস করিল তার ঘরে। নিত্য নব নব খেলা, মল্লভূমে হয় মেলা, কত লোক আসে দেখিবার । অপরূপ মল্লযুদ্ধ, চমকিত সভা শুদ্ধ, নিরখি বিক্রম বারে বার । গদাযুদ্ধে গুণধাম, কিব। দেব বলরাম, কিব৷ ভীম কিব। দুর্য্যোধন। কিবা-দ্ৰোণ-কৃত দীক্ষা, অপরূপ শর-শিক্ষা, লক্ষ্য-ভেদে নরনারায়ণ । আমিচর্য্যা পরিপাীি, বিপক্ষের অসি বাটি, তিন তিল ধরাতলে পাড়ে । এ সকল পূকরণ, দেখেন পুরন্ধীগণ, বসি বস্ত্ৰ-কাণ্ডারের আড়ে। দেব-সেনাপতি প্রায়, সাধুর সুন্দর কায়, তাহে বীর বীর-চূড়ামণি। সুখী মাত্র শৌর্য্যমুখে, কীৰ্ত্তি-কথা মুখে মুখে, যশোরসে ভরিল ধরণী । এ ছাড়া নারীর পিয়, বল আর হয় কোন জন ? ভূলিল মাণিক্য-সুত৷ প্ৰেম-অনুরাগযুত, সাধুবর-পূপেণ মনন। সেই দিন ফুলবনে, কহিল সঙ্গিনীগণে, थाश्रनांब गन-यउिनष। নিরখিয়ে নীরধর, চাতকীর মনোহয়, গুপ্ত কভ রাখে কি উল্লাল ?