পাতা:রঙ্গলাল-গ্রন্থাবলী.djvu/৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

�\� ब्रअॅनांन-अहांदर्नौ यूरर्थ cफ्न जांज, খাড়া কেশজলি, স্বেদ বহে সব কায় রে । অীখেটক পায়, ছুটে ছুটে যায়, প্রভুর মানস বুঝে রে । খুলে খাড়া খাপ, মাণে কোপকাপ, সহিত প্ৰতাপ যুঝে রে । শির হাড় ভাঙ্গি, মারিতেছে টাঙ্গি. লোহে যায় রাঙ্গি শরীরে । উচচ স্বর করি, কেহ কহে হরি, কেহ কহে মরি মরি রে । কাটা কারো শির, কাছার শরীর, বোঁধা শত তীর ফলে রে । কেহ গাথা শূলে, দুই আঁখি তুলে, পড়িয়ে ধরণীতলে রে । এইরূপে সমর হইল ঘোরতর । রুধিরের সোত বহে ধরণী-উপর। ফেউ রবে ফেরুপাল ফেরে পালে পীল । নর-মেদ-মাংস খায় আনন্দে বিশাল । রণস্থলে শকুনি গৃধিণী দলে দলে । পাকে পাকে ফেরে কোলাহল কুতূহলে।। জয়তঙ্গে মিহিরজে যুদ্ধ অনুপম । কারু মাত্র কোনক্রমে নাহিক বিভ্ৰম । ধূলায় ধূসর তনু যেন ধূমময়। তাহে রুধিরের ধার স্বেদসহ বয় । হয় ত্যজি দুই বীর ধরণী-উপর। অতি ঘোর অসি-যুদ্ধে হলো অগ্রসর । ক্ষণে ক্ষণে সামালিয়া লইতেছে চোট । ক্ষণে বসে জানু পাতি ক্ষণে দেয় যেটি। চাপেতে লাগিছে চোট পট পট রবে। পটহ বাজিছে যেন আনন্দ উৎসবে । কি চিকণ চালাকী, চতুর-চূড়ামণি। চপল চরণ কিবা চপলা-চলনী । চকিতে পড়িছে ধরা, চকিতে উঠিছে। চকিতে যুটছে, পুনঃ চকিতে ছুটিছে। কতক্ষণ পরে কৰ্ম্ম দেখহ বিধির । সখলিত-চরণ হৈল মিহিরজ বীর । অমনি ক্ষণেক পাছ বিলম্ব না করি । পহারিল কণেঠ তাঁর অসি ভয়ঙ্করী। পড়িল বীরের চূড়া মিহিরজ নাম । জয়নাদ ভটির শিবিরে অবিশাম । রাঠোর-শিবিরে সব হলো বিষাদিত। অরণ্য-কমল-মুখ কমল মুদিত। তবু রণে নাহি ভঙ্গ দ্বন্দুে দ্বন্দুে ভিড়ি। সন্মুখ-সংগ্রামে সবে খুঁজে স্বৰ্গ-সিড়ি। কিবা চমৎকার বৃত্তি, কিবা চমৎকার। পরম্বন্ধুে দেহ-দানে, পরহিত সার। শেষ প্রায় সমুদায় বীরের প্রধান। হইলে সমর ক্ষেত্র শ্মশান সমান। অনস্তর সাধু সদাশয় । অরণ্য-কমল সহ সমরে পৃবিষ্ট হয়। কৰ্ম্মদেবী দুই করে, সজ্বজা লয়ে যতু-ভরে, সাজাইছে সমাদরে, স্বীয় প্রিয় রসময়। রূপ হেরি রতি পায় লাজ । বিধাতার আদ্য স্মৃষ্টি যুবতীগণ সমাজ । চকিত মুগ-লোচনা, অমৃত-মিত-বচনা, কিবা ভুরুর রচনা, বারিজে অলি বিরাজ । কল্যাণী কমলা-অবতীর । কুল-কমল-অকরে ফুল্ল পদ্মিনী আকার। গুণময়ী চারুশীলা, লীলা হেতু জনমিলা, প্রিয়বরে সাজাইলা, কিবা শোভা চমৎকার । কুরুবক-লিভ দুটি কর। বিচিত্র কবচ-দীনে ঢাকে নথি-কলেবর । শিরে দিল শিরস্ত্রাণ, কৃপাণ করিয়ে দান, অশ্রুজলে করে সুনি, নয়ন নীলেন্দাবর। হেরি বীর হইল ব্যাকুল। কোলে লয়ে পেয়সীরে চুম্বয়ে মুখ রাতুল । শিরে দিয়ে পদাপাণি, কহিছে আশ্বাস-বাণী “ধৈর্য্য ধর হে কল্যাণি, কালী কুলবেন কুল । রণে মারি রাঠোর দুর্জয়। জয় জয় রবে আমি ফিরিব সন্ধ্যাসময় ।” এত বলি পুনরায়, চুম্বি প্রাণপুমদায়, রণস্থলে যায় রায়, আরোহণ করি হয়। ও দিকেতে অরণ্য-কমল । বীরমদে ক্ৰোধমদে আরক্ত আঁখি-যুগল। আরোহি তুরঙ্গবর, হইলেক অগ্রসর, হরি সহ যুৰিবারে এলো বেগ আখণ্ডল ।