পাতা:রঙ্গলাল-গ্রন্থাবলী.djvu/৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○ 。 এইরূপ নানারূপ লইয়ে পসরা । বসিয়াছে পুষ্পবনে যত মনোহর । একধাবে যত সব রাজপুতদার । অমরী কিনুরী পরী অপসরী-আকার । ইন্দু ভানু কৃশাণু কুলেতে অবতার। রূপের ছটায় সত্য সাক্ষ্য দেয় তাঁর । মোগলের মস্ত্রে মজি হেট চন্দ্রীনন । ভীতিহীন ভৰ্ম্মে যথা দৃশ্য হুতাশন । অথবা শ্যেনের করে কপোতিকাপায়। সশঙ্কিত ভীতচিত শিহরিত কায় । কার ভাগ্যে কোন্‌ দিন কি হয় ঘটনা। অবিরত আস্তরেতে ইহাই রটনা । ভিকানোর ভামিনীর সতীত্ব-ভঞ্জন | ८ठोद्धांना तूहलाउ कौलौ १ङन यछन । অনেকেতে জানিয়াছে সেই সমাচার । ভয়ক্রমে আলপিন নাহি করে তাঁর । নিদাঘ-নীরদ মত নাহি বক্লিষণ । মৃদু প্ৰব কৰ্ভু শ্রত নহে গরজন । হেন কালে ভিকানেব ভাবিনী-যুগল । উদয় হইল যেন জ্যোতির মণ্ডল । পুগলূভ প্রথম যেন প্রফুল্ল কমল । প্রকাশিত বিস্তারিত পল্লব সকল । বিতরিত মকরদ কৃপণতাহীন । দানে দানে ভাণ্ডার হয়েছে কিছু ক্ষীণ। কিন্তু যাহ। আছে শেষ তাঁর লালসায় । কলি ত্যজি অলিকুল সেই দিকে ধায়। দ্বিতীয়ার রূপ সহ কি দিব তুলন। যৌবনের উপক্রম ললিত ললন । হাটেতে বসিয়ে ছিল হাজারে হাজার । সাজাইয়ে নিজ নিজ রূপের ভাণ্ডার । সতীর উদয়ে সবে হইল মলিনী । দ্বিজেশ-দরশে যথা পদোমে নলিনী । বিচিত্র ভাবিল রূপ করি দরশন । নিজ নিজ রূপে ধিক্ দানে নারীগণ । নানাদেশী রমণীর গবর্ণ ছিল ভাবী। পূর্ব চেয়ে পশ্চিমের রূপবতী নারী। সে গৰ্ব্ব হইল খুব সতীরে নিরখি। কহে কোন বরাননা সম্বোধিয়। সখা । রঙ্গলাল-গ্রন্থাবলী আহি মরি এ কি হেরি রূপের মহিমা । কি দিয়ে গড়িল বিধি এ চারু প্ৰতিমা । লাবণ্য বরমি যেন যাইছে রূপসী । যত রূপ-গবিবতীর মুখে দিয়ে মসী। হায় এরে হেরে শাহ হইবে পাগল । হের দেখ মুনিমুখা মহিষীমণ্ডল। যখন দেখিবে যোধ। এই যুবতীরে । তখনি তাহার বক্ষঃ ফাটিবে অচিরে । যে জানো সন্ধান সেই করে কানাকানি । বলে কি রাক্ষসী এই ভিকানোর রাণী । অবলা অঞ্চল৷ এই সরলা রূপসী । শিশোদীয়া সিন্ধুজাত অকলঙ্ক শশী ।i ইহারে এনেছে ছলে নেীরোজার হাটে । পরশিরে বাজ মারি তুধিবে সমাটে। ডঙ্কিণী রঙ্কিণী এই শঙিখলী পামরী। ধিক্ ধিক্ ধিক্ মায়াবিনী নিশাচরী। এইরূপ কানাকানি হয় নারীদলে । হেন কালে তপন চলিল তাস্তাচলে । চতুর্থ সর্গ কিবা শোভা অপরূপ হেরি দিল্লীপুরে নিরপি নয়ন-যুগ তম: যায় দূরে । ইন্দ্রের অমরাবতী বিরাজে গগনে । নরের অসাধ্য তাহ। নিরখে নয়নে । বুঝি বিধি সেই ক্ষোভ হরণ কারণে । ইন্দ্রসভা-প্রতিকৃতি আনিল ভুবনে । এই হেতু পূর্বে ছিল ইন্দ্রপুস্থ নাম । জগতে বিজয়ী পঞ্চ পাণ্ডবের ধাম । জগতের যত কীৰ্ত্তি সকলি ভঙ্গুরা । তথাপি অদ্যাপি দৃশ্য দিল্লীর কঙ্গুর। হিন্দু আর সারসেনী কীৰ্ত্তির প্রকাশ । ভয়াল বিদ্রোহ কালে না পাইল নাশ । গগনপরশী স্তম্ভ পাষাণে রচিত । দেহে তার রতুময় চিত্র বিখচিত। কোথা সেকেন্দর সাহ দারার সমর । বিলেখিত ইষ্টকায় বিচিত্র নগর ।