পাতা:রঙ্গলাল-গ্রন্থাবলী.djvu/৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পদ্মিনী উপাখ্যান അ=ആജ്ഞ ভূমিকা এই অভিনব কাব্যের প্রণয়ন ও প্রকটন সম্বন্ধে আমার কিঞ্চিৎ বক্তব্য আছে। ১২৫৯ বঙ্গীদের বৈশাখ মাসে একদ। বীটন সমাজের নিয়মিত অধিবেশনে কোন কোন সভা বাঙ্গাল কবিতার অপকৃষ্টতা প্রদর্শন করেন। কোন মহাশয় সাহসপূর্বক এরূপও বলিয়াছিলেন যে, “বাঙ্গালীর বহুকাল পর্য্যস্ত পরাধীনতা-শৃঙখলে বদ্ধ থাকাতে তাহাদিগের মধ্যে প্রকৃত কবি কেহই জন্মগ্রহণ করেন নাই।" পুতু্যত স্বাধীনতা-মুখ-বিহীনতায় মানসিক স্বাচচুন্দ্য বিরহ হয়, সুতরাং পরিপীড়িত পরাধীন জাতির মধ্যে যথার্থ কবি কোনরূপেই কেহ হইতে পারে না। আমি উক্ত মহাশয়দিগের অযুক্তি নিরসন নিমিত্ত ঐ সভায় এক প্রবন্ধ পাঠ করি, তাহা পুস্তিকাকারে নিবদ্ধ হইয়া প্রচারিত হইলে অনেক অনুগ্ৰাহক মহাশয় আমার প্রতি বিশেষ সন্তোষ প্রকাশ করেন, বিশেষতঃ লেখকদিগের পরমবন্ধু রঙ্গপুরের অন্তঃপাতী কুণ্ডীর প্রসিদ্ধ ভূম্যধিকারী মৃত বাৰু কালীচন্দ্র রায় চৌধুরী উক্ত প্রবন্ধপাঠাস্তে আমাকে যে পত্র লেখেন, তন্মধ্যে এই আক্ষেপৌক্তি করিয়াছিলেন, যথা,--- “আধুনিক যুবজনে, স্বদেশীয় কবিগণে, ঘৃণা করে নাহি সহে প্ৰাণে। বাঙ্গালীর মন:-পদা, কবিতা-সুধার সদা, এই মাত্র রাখ হে প্রমাণে ।” কালীচন্দ্র বাবু এই ইঙ্গিত ভিনু নিরবদ্য পদ্যগ্রন্থ প্রণয়নে আমার প্রতি সৰ্ব্বদাই সোৎসাহ বাক্য লিখিয়া পাঠাইতেন। পরন্তু কিয়দ্ধর্ষাতীত হইল, মদনুগ্রহকবর স্বদেশহিততৎপর সুনিৰ্ম্মল চরিত্র মৃত রাজা সত্যচরণ ঘোষাল বাহাদুপ এতদেশীয় অধিকাংশ ভাষা কাব্যনিচয়ের অশ্লীলতা ও অপবিত্রতা সত্ত্বে সত্তাবৎপাঠে এতদেশীয় বালক, বৃদ্ধ, বনিতা প্রভৃতি সর্বপ্রকার অবস্থার লোকদিগের প্রগাঢ় আনুরক্তি দর্শনে পরিখেদিত হইয়। আমার প্রতি বিশুদ্ধ পূণালীতে কোন কাব্য রচনা করণার্থ ভূয়োভূয়: অনুরোধ করেন। আমি উক্তোভয় মহাত্মার অনুরোধে কর্ণেল টড বিরচিত রাজস্থান প্রদেশের বিবরণ-পুস্তক হইতে এই উপাখ্যানটি নির্বাচিত করিয়া রচনারম্ভ করিয়াছিলাম । তদনন্তর উক্ত উভয় মহাশয় অকালে পরলোকপ্রাপ্ত বিধায় শোকাভিভূত মনে তৎসঙ্কল্প পরিহার করি। কিন্তু কালসহকারে ইহজগতে সকল বিমেয়রই হ্রাস ও পরিবর্তন আছে, অতএব প্ৰবোধচন্দ্রের নিৰ্ম্মল প্রতিভায় সন্তাপতিমির কথঞ্চিৎ বিগত হইলে কিয়ন্যাসাতীত হইল, পুনর্বার পদ্যরচনার প্রবৃত্ত হইয়া উক্ত কাব্য সমাপ্ত করিলাম । সমাপ্তির পরে. শ্ৰীযুত রেবরওঁ ডবলু্য ওবfএনস্মিথ, তথা শ্ৰীযুক্ত বাবু রাজেন্দ্রলাল মিত্র প্রভৃতি কতিপয় মাজিত-বুদ্ধি বন্ধুর নিকট ইহা প্রেরণ করি।--তাহাতে তাহারা এবং উক্ত স্বৰ্গীয় রাজা বাহাদুরের অনুজ শ্ৰীযুত রাজা সত্যশরণ ঘোষাল বাহাদুর, তথা বণাকুলের লিটরেচর সোসাইট নামক প্রসিদ্ধ সমাজের অধ্যক্ষবগ তৎপ্রকাশার্থ বিশেষ উৎসাহ প্ৰদানপূর্বক অনুরোধ করাতে আমি সেই কাব্য প্রকাশ করিতেছি। কিন্তু যে মহদভিপায়ে এই নতন পণালীতে বাঙ্গালী