পাতা:রঙ্গলাল-গ্রন্থাবলী.djvu/৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ጭቆ সেইরূপ দলে দলে পড়ে শত্রুঠাট । স্ব. এই শবদ মার মার, কাট, কাট । পলায় পাঠানসেন শাসগত পাণ । मलउक्रं प्ठयूझञ्झ श्iझाझेल खान । থাকে থাকে ঘিরেছিল দুগের প্রাচীর । ব্যুহ ছেড়ে ভাগে যত দেড়ে ধেড়ে বীর । শত্রুর পস্থান দেখি রাজপুতগণ । সিংহনাদে জয়নাদে পূরিল গগন । বুরুজে বুরুজে ফেরে পদাতি সকল । মাঝে মাঝে তোপ শবেদ কম্পিত অচল । পনকবার পাঠানের সেনাপতিচয় । বিপক্ষে দেখিয়া শাস্ত রজনী সময় । দলে দলে আসি করে নগর বেষ্টন । পাতিল তোপের শেণী তুড়িতে তোরণ । গুড় ম গুড় ম গুম বঙ্গের আওয়াজ । শুনি সচেতন হয় ভীম মহারাজ । “সাজ সাজ’ বলি আজ্ঞা দিলেন তখন । পুন: প্রাচীরেতে উঠে যত সেনাগণ । দই পক্ষে ঘোরতর আস্ত্রের চালনা । মরিল অনেক সেনা কে করে গণন ।। কালানল-সম অগ্নি জ্বলে ধৃ ধৃ ধূ। যবনের যুদ্ধনাদ আল্লা হু আল্লা হু । * রুধির প্রবাহ বহে বিনাশ + প্রবাহে । ভয়ানক ভাব আবির্ভাব হয় তাহে । মেতে সরবণ ধfরল আকাশ । স্থানে স্থানে তোপমুখে বিজলী প্রকাশ। নীচে থেকে উঠে গোলা শূন্যে গিয়া ফুটে । Iচতোরের কত শত ঘর-দ্বার টুটে । বাজারে লাগিল অগ্নি দগ্ধ দ্রব্যরাশি। ত্ৰাহি ত্ৰাহি শব্দ করে যত . বাসী। ফটিক-সমীপে কোন যোদ্ধা যুদ্ধ করে । পুত্র পরিবার তাঁর গৃহে পুড়ে মরে। হাহাকার রবপূর্ণ চিতোর নগর । বালক বনিতা বৃদ্ধ অস্থির অন্তর।

  • লর্ড বায়রন কহেন, মুসলমানেরা এই যুদ্ধ

মাদকালে হু শব্দটা এরূপভাবে উচচারণ করে যে, তাহাতে এক পকার ভয়ানক ভাখেদিয় হয় ।

  • aাজপুতনার প্রদেশে প্রবাহিত নদী।

ब्रेजलांण-अहांबलौ বিক্রমে কেশরী প্রায় রাজপুত্ৰগণ । পরম সাহসে সবে করে ঘোর রণ । পরাক্রমে নূ্যন নহে দুরন্ত পাঠান। হিন্দুর বিনাশে পুণ্য, মনে দৃঢ় জ্ঞান। সজারুর পায় শস্ত্র সবর্বাঙ্গে শোভিত । ঝক মক চক মক পঞ্জ চারিভিত ।। মনে ভাবে দূর হৌক মিছে করি রণ। বিপদ ঘটিল এক নারীর কারণ। মজিলাম কামকূপে রূপ শুনে যার । একবার দেখা চাই সে রূপ তাঁহার । আসার অাশার ফল লাভ হ'লে বাচি । ইহার অধিক মিছে মনে মনে আঁচি । নাহি চাহি রতুভার চিতোরের দেশ। দেখিব সে মোহিনীরে এই ধার্য্য শেষ । এত ভাবি পত্র লিখি দূত পঠাইল । সন্ধির পতাকা শুভ্র শূন্যে উড়াইল । দূত-আগমনে দ্বারী রাজারে জানায়। পত্র লয়ে বিদায় দিলেন তারে রায় । পত্রপাঠে ক্ষত্রপতি দ্বিগুণ জ্বলিত । ঘন বহে দীর্ঘশুসি চিত্ত চপলিত । ভাবে হায় সম প্ৰাণ থাকিতে শরীরে । যবনে কি দেখিবেক পদিনী সতীরে ? , ধিক্ মম বাহুবলে ! ধিক্ এ জীবনে । ধিক্ ক্ষত্ৰকুলে জনা । ধিক্ রাজ্যধনে। অনাহারে দুর্গ মধ্যে যায় যাকৃ প্ৰাণ । মরুক সকল সৈন্য ক্ষত্রিয়-সন্তান । এত অপমান সহ্য না হবে কখন । না দেখাব পদিনীরে থাকিতে জীবন। সাংবী সতী পতিবতা অতি গুণবতী । এ কথা তাহারে কবে কোন মূঢ়মতি। এত ভাবি মুনিমুখে সজল নয়নে । ধীরে ধীরে যায় রায় পদিনী-সদনে । একবার অগ্রসর পুনঃ যায় ফিরে । করাঘাত কাতরেতে করে কভু শিরে । হেনকালে পদ্মিনীর প্রিয় সহচরী। চিত্ররেখা নাম তার পেয়সী কিঙ্করী। দূরে থেকে নৃপতিরে করি নিরীক্ষণ । কহিলেক মহিষ্ট্ৰীৱে সেই বিষগুণ ।।