পাতা:রঙ্গলাল-গ্রন্থাবলী.djvu/৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পদ্মিনী-উপাখ্যান Ե-ծ যদি তারে নাহি পাই করিলাম পণ । সকলের অাগে তব বধিব জীবন II পরে বিনাশিব সব কাল-বেশ ধরি । চিতোর করিব চূৰ্ণ গোলাবৃষ্টি করি । ভূগুরাম-কৃত যথা ক্ষত্রিয়-নিধন । রাজপুত-কুলে না রাখিব একজন । পশ্চাতে পদিনী হরি করিব প্রস্থান । দেখিব তথন কেটা করিবেক ত্রাণ ? ছাড়াইব হিন্দুয়ানী ব্ৰত পূজা যাগ । ইমানে আনিয়া তার বাড়াব সোহাগ। তার ছায়া হরিয়াছে মম পূ,াণ মন । প্রণয়-শৃঙখলে তার বাধিব চরণ। হৃদয়-মাঝারে যারে সতত ধেয়াই । হৃদয় উপরে তারে বসাইতে চাই । কে আছে আমার সম ভুবন ভিতর ? আমি তার পূজা হয়ে যোগাইব কর । দিবানিশি পূজিব পুণয় পুষ্পহারে । দেখি কে আমার এই প্রতিজ্ঞা নিবারে ? অতএব বৃথা কেন বাড়াইবে গোল । পদ্মিনীরে এনে দাও বাখ মম বোল । সব দিক্ রক্ষা পাবে হইবে মঙ্গল । একেবারে নিবে যাবে সমর-অনল । তোমার সহায় তামি রব চিরকাল । ক্ষত্ৰ-মাঝে তব তেজ বাড়িবে বিশাল । যদি তব জাতি মারে কোন রাজপুত । জামি তারে তখনি করিব জাতিচু্যত । যদি কেহ তুচছভাবে ভাবে হে তোমারে । একেবারে ছারেখারে দিব আমি তারে ।” যবনের বাক্য শুনি ভীমসিংহ রায় । ক্ৰোধে, ভয়ে, লাজে, খেদে থর থর কায় ৷ অভিমানে অশ্রু আসি প্রকাশিতে চায়। লজ্বজ। আর ক্রোধ গিয়ে রুদ্ধ করে তায় ৷ রাগের লোহিত রাগ উদিত নয়নে । অনল-প্রভাবে জল থাকিবে কেমনে ? অশ্রুপথ-অবরুদ্ধ, স্বেদধারা বয় । অশ্রু যেন স্বেদরূপে হইল উদয় । শীতাৰ্ত্তের প্রায় বন কাপে কলেবর । নয়নেতে জলে কিন্তু কৃশানু প্রখর । כ כי যথা উচচ গিরিবরে শোভা মনোহর । নীচে হয় হিমবৃষ্টি উদ্ধে ভানুকর । অথবা আগ্নেয় গিরি স্বরূপ লক্ষণ । উপরে পাবক নিয়ে হিম বরিষণ।। ক্রমে ক্রমে সে অনল হইল পুবল । সাধনো চঞ্চল করে অচল আচল । উগরয় অবশেষে অগ্নি রাশি রাশি । একেবারে সমুদায় যায় তায় নাশি । সেরূপে নৃপতি বর্ষে বাক্য হুতাশন । স্তব্ধপূরি হইল সভাস্থ সৰ্ব্বজন । ক্ষত্রিয়ের ক্রোধানল আতি খরতর । বলে, “ধিক্ ওরে দুষ্ট যবন পামর । এই কি যোদ্ধার ধৰ্ম্ম রে রে দুরাচার ? এই কি রে রাজনীতি, ভদ্র ব্যবহার ? এই কি পৌরুষ তোর পুরুষ হইয়া ? বাদৃশাহী অধৰ্ম্মের আশ্ৰয় লইয়া ? এই কি কোরাণে তোর লিখেছে ঈশর ? নিপট লম্পট শঠ কুনীতি-আকর। যায় যাক ছার প্রাণ নাহি তাহে ভয়। দেখি কোন যাচচা বাচছা পদ্মিনীরে লয় ? যায় যাক্ রাজ্য ধন, যায় যাকু দেশ । যায় যাক্ বংশ ক্ষত্ৰকুল হোক শেষ । কোনমতে পদিনীেরে না পারিবি নিতে কার সাধ্য অকলঙ্ক কুলে কালি দিতে ? আর কি কহিব তোরে ওরে দুষ্টমতি । তেীর চেয়ে ক্ষত্রনারী হয় বীর্য্যবর্তী । আমি যদি সরি তবে দেখিস তখন । ভাল শিক্ষা দিবে তারা করি ঘোর রণ II সমরে তাজিয়ে প্ৰাণ যাবে স্বৰ্গপুর । তাহাতে হইবে তোর ঘোঁর দপ চুর । কুকুর হইয়া কর যজ্ঞঘুতে আশ্য ? অস্থর কুলেতে জলি সুধার পিপাসা ? খদ্যেতে উদ্যত হয়ে ভালুপ্তভা ধরে ? গোস্পদ অম্পিদ কভু হয় রত্নাকরে ? দৈত্যদল-দলনীৰ্থ দেবীর ছলনা । বিন্ধ্যাচলে হইলেন নবীন ললনা । দূতমুখে শুনি তার রূপের ব্যাখ্যান । হরিবারে দৈত্যনাথ হইল অজ্ঞান ৷