পাতা:রত্নাবলী নাটক.djvu/২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Q अर्थम मङ्क । Y? ও গো মদনিকে, ওগো চুতলতিকে, আমাকে এই “চচ্চর” গীতটি শিখিয়ে দেও না। ’ মদ।—(হাসিয়া) আরে মুখখু, এতে “চচ্চরী” গীত নয়। বিদু —তবে এটা কি ? মদ।—আরে মুখখু, একে বলে “দ্বিপদীখও ” বিদু।–(সহৰ্ষে) বেশ বেশ । যে চিনির খণ্ডে মোমা কিম্বা নাড়, তৈরি হয় তাই তো ? মদ।-(হাসিয়া) আরে না মুখখ, এতে মোয়াও হয় ন-নাড়ও হয় না । বিদু।–(সবিষাদে ) ওতে যদি মোয়াও না হয়, নাড়ও না হয়, তবে ওতে আমার কাজ কি—আমি বরং তার চেয়ে রাজার কাছে যাই । (তথা করণ) উভয় ।—( টানাটানি ) বিদু।–(টানাটানি) উভয় –( হাত ধরিয়া) অারে অপ্লেয়ে ! নৃত্য-গীত না করে” যাচ্চিস্ কোথা ? (বিবিধ প্রকারে তাড়ন ) বিদু —(হাত ছিনাইয়া লইয়া পলাইয়া রাজার নিকট আগমন ) মহারাজ ! আজি খুব নাচন নেচে এসেছি যাহোক । রাজ। —মৃত্য-গীত হল সখা ? বিদু –মৃত্য-গীত ? বাবারে । ষে টানাটানি, প্রোণ নিয়ে পালিয়ে এসেছি এই ঢের । চুত –দেখ মানিকে, আজ অনেকক্ষণ ধরে নাচ-গান করা গেছে, এখন, দেবী মহারাজকে যে কথা বলতে বলেছেন, এসে আমর এই ৰেলা তাকে সেই কথাটা বলি গিয়ে।