বিষয়বস্তুতে চলুন

পাতা:রত্নাবলী নাটক.djvu/১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3 o ज्ञघ्नांदणैौ नांपैंक । ছুটে বকুল-সৌরভ, চাহে তরুণী বল্লভ, চেয়ে চেয়ে পথ তার না পারি থাকিতে আর ভ্ৰমে শেষে বন-উপবন । প্রথমেতে ঋতুমধু জন-চিত্ত করে মৃত্ন, পশ্চাৎ কুসুম-শর বুঝি দিব্য অবসর ফুল-বাণে বেঁধে প্রাণ-মন ৷ রাজা –(নিরীক্ষণ করিয়া) ওহোহো ! এদের নৃত্যগীত বড়ই মধুর ! স্তনভরে ক্ষীণ-মধ্য ভাঙ্গে বুঝি—তাহে নাহি কিছুমাত্র ভুরুক্ষেপ করি’ উন্মত্ত হইয়া নাচে —পুষ্পদাম-শোভা ত্যজি’ এলাইয়া পড়য়ে কবরী। চরণে নুপুর ওই দ্বিগুণ দি গুণতর ফুকারিং করিছে ক্ৰন্দন । অঙ্গের স্পন্দন-ভরে কণ্ঠহার অবিরত বক্ষদেশ করিছে তাড়ন ॥ বিদু –(সহৰ্ষে) দেখুন মহারাজ, আমিও ঐ কোমর-বাধা মেয়ে গুলর মধ্যে গিয়ে নৃত্য-গীত করে মদনোৎসবের মান রক্ষ। করি। রাজা –(সম্মিত) ই তাই কর সখা । বিজু'-ৰে আজ্ঞে। (উঠিয়া নর্তকীদ্বয়ের মধ্যে গিয়া নৃত্য)