\2 е রত্নাবলী নাটক । বিদু —দেখুন, ওখানে কে যেন পষ্ট-পষ্ট করে অক্ষর উচ্চারণ করচে। যদি আমার কথায় না বিশ্বাস হয়, একটু এগিয়ে গিয়ে গুনুন মহারাজ । রাজা ।—(তথা করিয়া শ্রবণ ) স্পষ্টাক্ষর কথাগুলি, নারী-কণ্ঠ, স্থমধুর বাণী, —মনে হয় মৃদ্ধস্বরে কহিছে সারিক ক্ষুদ্র প্রাণী ॥ ( উদ্ধে নিরীক্ষণ ও নিপুণভাবে অবলোকন করিয়া ) এই যে, সারিকাই তো । বিদু।–(বিচার করিয়া ) তাই তো, এ যে সত্যিই সারিকা । রাজা । ( সন্নিত ) তাই বটে বয়স্ত । বিদু –মহারাজ আপনি বড় ভীতু, আপনি ওকে ভূত মনে করে ছিলেন ? রাজ। —দুর মুর্থ নিজে ত্য পেয়ে’ শেষে আমার নামে দোষ ? বিদু।–আচ্ছা তাই যদি হয়, আমাকে আটকাবেন না বলুচি (সরোধে যষ্টি উত্তোলন করিয়া সারিকার প্রতি ) অারে বেটি তুই কি মনে কচ্চিস সত্যিই বসন্তক ভয় পেয়েছে ?— এই দেখ, খলের মন যেমন আঁকা-বাক, আমার এই লাঠিট তেমনি—রোঙ্গ—এর একঘায়ে তোলে পাক কদবেলটিব মত বকুলগাছ থেকে এখনি মাটিতে পেড়ে ফেলুচি। (লাঠির দ্বারা মারিতে উদ্যত ) রাজা – (নিবারণ করিয়া) আৱে মূৰ্খ! দেখ দিকি, কেমন মিষ্টি
পাতা:রত্নাবলী নাটক.djvu/৩৯
অবয়ব