हिउँीव्र उत्रक ! ৩১ মিষ্টি করে কথা বলচে, কেন ওকে ভয় দিচ্চ ? থামে, এখন ওর কথাগুল শোনা যাক্ । ( উভয়ে কর্ণপাত করিয়া ) বিদু।—মহারাজ ও আর কি বলবে—ও বলচে, এই ব্ৰাহ্মণকে কিছু খেতে দেও । রাজা –পেটুকের খাওয়া বই আর কথা নেই, ও-সব পরিহাস রেখে দিয়ে এখন সত্যি বল দিকি সারিকাটি কি বলচে । বিদু।–(কর্ণপাত করিয়া) মহারাজ শুনলেন ও কি বলচে ?—ও এই কথা বলচে—”সখি, আমাকে কেন তুমি আঁকলে” ?—“কেন আকারণে রাগ করছ সখি । তুমিও যেমন মদন একেছ, আমিও দেখ তেমনি রতি একেচি ৷”—মহারাজ ! একি ব্যাপার ?— এর অর্থ কি ? রাজা।--বয়স্ত আমার মনে হয়, কোন রমণী অম্বুরাগবশত নিজ হৃদয়-বল্লভের চিত্র একে, কামদেবের চিত্র বলে সর্থীর কাছে ভাড়িয়ে ছিল ; তার সখীও চিনতে পেরে, রতির চিত্র আঁক্বার ছলে তাকেই চিত্রিত করেছে। বিদু —(হাতে তুড়ি দিয়া) ঠিক ঠাউরেছেন মহারাজ, এই কথাই ঠিক। রাজা।—বয়স্ত একটু চুপ কর, ঐ শোন আবার কথা কচ্চে। ( উভয়ের শ্রবণ ) বিদু।–আবার বলচে —”সখি লজ্জা কোরে না, এরূপ কন্যা রত্বের এইরূপ বরে অভিলাষ হওয়াই স্বাভাবিক।” তী, মহারাজ, যার চিত্র একেছে সে কন্যাটি নিশ্চয়ই দেখুবার যোগ্য। রাজা ।- তা হোক, আগে কথাগুল মনোযোগ দিয়ে শোনা যাক—কৌতুহল চল্পিতাৰ্থ করবার ঢের সময় আছে।
পাতা:রত্নাবলী নাটক.djvu/৪০
অবয়ব