বিষয়বস্তুতে চলুন

পাতা:রত্নাবলী নাটক.djvu/৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩২ রত্নাবলী নাটক । বিদু –মহারাজ আপনার পাণ্ডিত্য-গৰ্ব্ব রেখে দিন-ওর কথা বোঝা আপনার কৰ্ম্ম নয়। আমি ওর মুখে কথাগুলি গুনে সমস্ত আপনার কাছে ব্যাখ্যা করে বলচি। (উভয়ে কর্ণপাত ) বিদু।–গুনলেন কি বলচে ? বলচে—”সখি এই পদ্মপত্র মৃণাল-বলয় এখান থেকে নিয়ে যাও। ওতে আমার কি হবে, কেন মিথ্যে কষ্ট কচ্চ বল দিকি * । রাজা —শুধু শুনলেম তা নয়—ওর তাৎপৰ্য্যও বুঝেছি। বিদু।–এখনও বেটি কুরকুর কুরকুর করে কি বলচে। রক্ষন আমি গুনে সমস্ত আপনাকে ব্যাখ্যা করে বলচি । রাজা –ঠিক বলেছ—এখনও কি কথা বলচে বটে (পুনৰ্ব্বার কর্ণ পাত করিয়া ) বিদু।–দেখুন মহারাজ, সারিকাটি এবার চতুৰ্ব্বেদী ব্রাহ্মণের মত, যেন কি একটা বেদ-মন্ত্র আওড়াচ্চে । রাজা –বয়স্ত বল দিকি কথাটা কি বল্পে, আমি অন্যমনস্ক ছিলেম —ঠিক ধরতে পারিনি। বিদু —ও বলচে ঃ বাসনা দুর্লভ জনে, লজ্জা গুরুতর অতি, তাহে পুন পরবশ মন, বিষম প্রণয় সখি, এবে মোর মরণ শরণ শুধু মরণ শরণ ॥ রাজা । ( সম্মিত) বয়স্য তোমার মত ব্রাহ্মণ ছাড়া এ রকম বেদ মন্ত্রে পণ্ডিত আর কে বল ! বিদু – বেদমন্ত্র নয় ?—তবে এটা কি ? রাজা । - এ একটা কবিতার শ্লোক ।