বিষয়বস্তুতে চলুন

পাতা:রত্নাবলী নাটক.djvu/৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

हिउँौम्न अझ । \צ6ס রাজা –(বলয় অর্পণ করিয়া সবলে গ্রহণ পূৰ্ব্বক দর্শন) (দেখিয়া সবিস্ময়ে ) দেখ বয়স্য — লীলায় টলায়ে পদ্ম বাজ-হংসী পশে যেন মানস-সরসী —চিত্রপটে চিত্রগতা মম প্রেমে পক্ষপাতী কে গো এ রূপসী ? এ হেন অপূৰ্ব্বতর পূর্ণশশি-মুখখানি করিয়া নিৰ্ম্মাণ নিমীলিত পদ্মাসনে কায়-ক্লেশে বিধি যেন করে অবস্থান ॥ সাগরিক ও সুসঙ্গতার প্রবেশ । সাগ।—সখি স্বসঙ্গতে ! সারিকাকে তো পাওয়া গেল না—চল এখন শীঘ্ৰ কদলীকুঞ্জে গিয়ে চিত্র-ফলকটা নিয়ে আসা যাক। স্বসং —আচ্ছা চল । (অগ্রসর হইয়া কদলীকুঞ্জের নিকটে আগমন) বিদু।–আচ্ছা মহারাজ, রমণীটিকে এরূপ নতমুখী করে চিত্রিত করেচে কেন বলুন দিকি ? স্থসং —(কর্ণপাত করিয়া) বসন্তকের কথা যখন শোনা যাচ্চে তখন মহারাজও বোধ হয় ঐখানেই আছেন।—তা, এসেী আমরা কদলীর বেড়ার আড়াল থেকে ওঁদের দেখি। (উভয়ে কৰ্ণপাত কুরিয়া অবস্থান ) রাজা ।- দেখ বয়স্য = এ হেন অপূৰ্ব্বতর পুর্ণ শশি মুখ-খানি করিয়া নিৰ্ম্মাণ