বিষয়বস্তুতে চলুন

পাতা:রত্নাবলী নাটক.djvu/৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8е রঞ্জাবলী নাটক । বিদু – জনাস্তিকে সভয়ে) দেখুন মহারাজ, ওর পক্ষে সকলি সম্ভব, দাসী-বোট বড় মুখরা, ওকে কিছু পারিতোষিক স্বীকার করুন । রাজা –তুমি ঠিক বলেছ! (সুসঙ্গতার হস্ত ধারণ করিয়া) দেখ সুসঙ্গতে, ও কিছুই নয়-- ও একটা আমরা রঙ্গ-তামাসা করছিলেম, বুঝলে ?—ও সব কথা বলে’ দেবীর মনে অকারণে কষ্ট দিও না । এই লও তোমার পারিতোষিক । স্বস —মহারাজ ! ও কানের গহনায় আমার কাজ নেই। মহারাজের প্রীচরণ-প্রসাদে আমি ওরূপ সামগ্রী ঢের পেয়েছি। মহারাজ, কোন ভয় নেই ; আমি কেন এসেছি তবে বলি শুনুন ;–এই চিত্রফলকে আমার প্রিয়সখী সাগরিকার ছবি একেছি বলে’ প্রিয়সখী আমার উপর রাগ করে ঐ খানে দাড়িয়ে আছেন—এখন আপনি গিয়ে ওঁর হাতটি ধরে যদি একটু সাম্বন করেন তাহলেই আমার যথেষ্ট পুরস্কার হবে। রাজা।--( ব্যস্ত সমস্ত ভাবে উঠিয়া ) কোথায় কোথায় ?—তিনি কোনখানে আছেন ? সুসং । —এই কদলী কুঞ্জের বেড়ার অtড়ালে। রাজা –( সহৰ্ষে ) কোথায় ?—সেইখানে আমাকে নিয়ে চল । সুসং —এই দিক দিয়ে মহারাজ এইদিক্ দিয়ে। (কদলীকুঞ্জ হইতে সকলের প্রস্থান ) সাগ।—(রাজীকে দেখিয়া সহষে, সাধ্বস ভরে স্বগত) ওঁকে দেখে বুকের মধ্যে কি একরকম কচ্চে আর, এক পাও যেন নড়তে পারচিনে—এখন করি কি ?