তৃতীয় অঙ্ক । দৃশ্ব —প্রসাদের অভ্যন্তরস্থ ঘর । মদনিকার প্রবেশ । মদ।—(আকাশে ) কৌশাম্বিকে ! মহারাজার কাছে কাঞ্চনমালা আছে কি না দেখেছিস্ ? (কর্ণপাত করত শ্রবণ করিয়া ) কি বলছিস ?—খানিক ক্ষণ সেখানে থেকে এইমাত্র চলে গেছে ? কোথায় তবে এখন তাকে খুজে বেড়াই । ( সম্মুখে অবলোকন করিয়া ) এই যে ! কাঞ্চনমালা এই দিকেই আসচে। ওর কাছে এগিয়ে যাওযা যাক্ । কাঞ্চনমালার প্রবেশ । কাঞ্চ –( দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া ) সাবাস রে বসত্তক— সাবাস ! সন্ধি যুদ্ধের ফন্দিতে তুই যৌগন্ধরায়ণকেও ছাড়িয়ে উঠেছিস । মদ –(সন্মিতভাবে অগ্রসর হইয়া) ওলো কাঞ্চনমালা, বসন্তক আজ এমন কি কাজ করেছে যাতে তার এত প্রশংসা হচ্চে ? কাঞ্চ —ওলো মদনিকা, ও কথায় তোর দরকার কি ?—সে কথা তুই পেটে রাখতে পারবি নে। মদ —আমি পা ছুয়ে দিব্যি করচি, আমি কারও সামনে প্রকাশ করব না । কাঞ্চ –আচ্ছ। তবে বলি শোন। আজ রাজবাড়ি থেকে ফিরে
পাতা:রত্নাবলী নাটক.djvu/৫৭
অবয়ব