এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
डीिग्न अङ्क। 8१ যদিও মুখেতে তার প্রকটত রাগ, তবু না ত্যজিলা দেবী স্নেহ-নম্র ভাব ॥ বিদু।–দেবী বাসবদত্তা তো চলে গেছেন, এখন তবে মহারাজ কেন মিছে অরণ্যে রোদন করচেন বলুন দিকি ? রাজা –আরে মুখ, দেবী রাগ করেছেন তাকি তুমি লক্ষ্য করনি ? এখন তাকে সাস্থনা করা ভিন্ন আর কোন উপায় নেই। এসো, এখন তবে অন্তঃপুরে গিয়ে তাকে সান্তনা করিগে। (সকলের প্রস্থান ) দ্বিতীয় অঙ্ক সমাপ্ত ।