চতুর্থ অঙ্ক। ፃo বিদু – আলিঙ্গন করিয়া) দেখুন মহারাজ, দেবী আমার পরে আজি বড় প্রসন্ন । রাজা –তোমার বেশভূষাতেই দেবীর প্রসন্নতার পরিচয় পাওয়া যাচ্চে। এখন বল দিকি, সাগরিকার সংবাদ কি । বিদু —(অপ্রতিভ ভাবে অধোমুখে অবস্থান ) রাজা –সখা, বলচ না যে ? বিদু —অপ্রিয় সংবাদ, তাই বলতে পারচিনে মহারাজ । রাজা –( সোদ্বেগে শশব্যস্ত হইয়া ) অপ্রিয় কিরূপ সথা ? তৰে কি সত্যই প্রিয়তমা প্রাণত্যাগ করেছেন ? হা ! প্রিয়ে সাগরিকে! (মুচ্ছ1) বিদু।--( ব্যস্ত-সমস্ত হইয়া ) মহারাজ, শান্ত হোন, শান্ত হোন। রাজা –( সংজ্ঞা লাভ করিয়া সাশ্রলোচনে ) বলি শোন প্রাণ ওরে! যা চলি ছাড়িয়া মোরে—নরাধম আমি, গেল যেথা প্রিয়া মোর দয়া করি’ শীঘ্র তার হ? রে অনুগামী। না যাস যদি রে মুঢ়, পড়ে থাক্ হেথা হয়ে ব্যর্থ মনোরখ, গজেন্দ্র-গামিনী ধনী এতক্ষণে গেল চলি বহুদূর পথ ॥ ৰিদু।-দেখুন মহারাজ, অন্ত কিছু ভাববেন না, সে হতভাগিনীকে দেবী উজ্জয়িনীতে পাঠিয়ে দিয়েছেন এইরূপ লোকমুখে শোনা যাচ্চে, তাই বলছিলেম অপ্রিয় সংবাদ । S o
পাতা:রত্নাবলী নাটক.djvu/৮২
অবয়ব