পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( و و ) আজ মধুরে মিশাবি মধু পরাণ বঁধু চাদের আলোয় ঐ বিরাজে। মান করে থাকা আজ কি সাজে। ৫৮ ৷৷ ভৈরবী—অাড়খেমটা । কেনরে চাস্ ফিরে ফিৰে চলে আয় রে চলে অভ্যায়, এর প্রাণের কথা, বোঝে না যে— হৃদয় কুসুম দলে যায়। হেসে হেসে গেয়ে গান দিতে এসেছিলি প্রাণ নয়নের জল সাথে নিয়ে চলে অtয়রে চলে আয় ॥৫৯ বেহাগড়—কাওয়ালি। মনে রয়ে গেল মনের কথা শুধু চোখের জল প্রাণের ব্যথা । মনে করি দুটা কথা বলে যাই কেন মুখের পানে চেয়ে চলে যাই