বিষয়বস্তুতে চলুন

পাতা:রমা-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিভীক্স দুশ্য ভৈরব অচির্য্যের বহির্বাট । দৌহিত্রের অন্নপ্রাশন উপলক্ষে দ্বারে মঙ্গল-ঘট স্থাপিত হইয়াছে। আম্রপল্লবের মাল গাঁথিয় সম্মুখে ঝুলাইয় দেওয়া হইয়াছে। প্রাঙ্গণের একপ্রান্তে রমনচোঁকি বাদ্যকরের দল উপবিষ্ট । সম্মুখের বারানায় বসিয়া গোবিন গাঙলী বেণী ঘোষাল প্রভৃতি ভদ্রলোক। কেহ হাদিতেছে, কেহ ধুমপান করিতেছে । একজন বৈষ্ণব ও তাঁহার বৈষ্ণবী কীৰ্ত্তন গাহিতেছিল, এবং তাছাই সকলে পরমানন্দে শ্রবণ করিতেছে। গান শেষ হইলে দীনু ভট্টাচাৰ্য্য হুক রাখিয়া বাহিরে যাইতেছিল, এমনি সময়ে রমেশ আসিয়া প্রবেশ করিল। দেখিলেই বুঝা যায় সে অতিশয় উত্তেজিত হইয় আসিয়াছে। তাহার অপ্রত্যাশিত আবির্ভাবে উপস্থিত সকলেই চঞ্চল হইয় উঠিল । গান শ্ৰীমতী করিছে বেশ । ভুলতে নাগর শ্রীম নটবর নানা ছাদে বাধে কেশ । { আহ ) শ্ৰীমতী করিছে বেশ । হেরিয়া মুকুরে চাচর চিকুরে বিনায়ে বিনায়ে বিনোদ গোথুরে রাধা বাধিল কবরী কত কেহ হ’ল নাক মনোমত (হায়রে ) ফণি-গঞ্জিত বেণী বিনোদিনী জুলাইয়া দিক শেষ , { আহি ) শ্ৰীমতী করিছে বেশ ।