পাতা:রমা-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఫెbr ব্লম] তৃতীয় অঙ্ক অকস্মাৎ সম্মুখে রমেশকে দেখিয়া সে বজ্রাহতের স্তায় স্তব্ধ হইয়া গেল রমেশ । ( দ্রুতপদে অগ্রসর হইয় তাহার একটা হাত সবলে চাপিয়া ধরিয়া ) কেন এমন করলেন ? আজি আমি-— ভৈরব। বড়বাবু-গোবিন্দ গাঙলী মশাই—দেখুন না একবার— রমেশ । (ভৈরবকে সজোরে একটা ঝণকুনি দিয়া ) বড়বাবু, গোবিন্দ—আজ আমি সবাইকে দেখাবো ? বলুন কেন এ কাজ করলেন ? বেণী প্রভৃতি সকলের দ্রুতবেগে পলায়ন ভৈরব। ( কাদিয়া উঠিয়l ) লক্ষ্মীরে, পুলিসে খবর দেরে ! মেরে ফেললে রে— রমেশ । চুপ, । বলুন, কিসের জন্তে এ কাজ কয়ূলেন । ভৈরব । মেরে ফেললে রে । বাবারে । রমেশ । মেরেই ফেলবো । আজ তোমাকে খুন ক’রে তবে বাড়ী যাবে। এই বলিয়া সে পুনঃ পুনঃ বাকুনি দিতে লাগিল ৷ লক্ষ্মী আসিয়া পড়িয়া আৰ্ত্তনাদ করিতে লাগিল । ইতিমধ্যে বহু লোক সমবেত হইয়া চারিদিক হইতে উকি ঝুকি মারিতে লাগিল দ্রুতবেগে রমীর প্রবেশ রমা ! ( রমেশের হাত চাপিয়া ধরিয়া ) হয়েছে,–এবার ছেড়ে দাও । রমেশ । কেন শুনি ? রমা। এই লোকটার গায়ে তুমি হাত দেবে ? রমেশ । একে আমি কিছুতেই ছাড়বোন । রমা। ( জোর করিয হাত ছাড়াইয়া দিয়া ) এত লোকের মাঝখানে