পাতা:রমা-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

३ eवश्*च खड्छ् য়ম। কিসের বড়দা ? বেণী । আমার ছোট খুড়োর প্রান্ধের কথাটা বোন। রমেশ ত কাল এসে পৌছেছে। বাপের শ্রাদ্ধ না কি খুব ঘটা করেই করবে। যাবে না কি ? রম । আমি যাবে তারিণী ঘোষালের বাড়ী । বেণী । সে তো জানি দিদি, আর যেই কেননা যাক, তোরা কিছুতেই সে বাড়ীতে পা দিবি নে। তবে গুনতে পেলাম ছোড়া নিজে গিযে সমস্ত বাড়ী বলে আসবে। বজ্জাতি বুদ্ধিতে সে তার বাপের ওপরে যায। যদি সত্যই আসে কি বলবে ? রম । আমি কিছুই বোলব না বড়দ,—বাইরেব দরওয়ান তাব জবাব দেবে। মাসি। দরওয়ান কেন ল', আমি বলতে জানি নে ? নচ্ছার ব্যাটাকে এম্‌নি বলাই বোল্ব যে, বাছাধন জন্মে কখনো আর মুখুয্যে-বাড়ীতে মাথা গলাবে না। তারিণী ঘোষালের ছেলে ঢুকবে নেমন্তশ্ন করতে আমার বাড়ীতে । আমি কিছুই ভুলি নি বেণীমাধব । তারিণী এই ছেলের সঙ্গেই আমার রমার বিযে দিতে চেয়েছিল। তখনো ত যতীন জন্মায় নি, ভেবেছিল যন্ধ মুখুয্যের সমস্ত বিষযটা তা হলে মুঠোর মধ্যে আসবে। বুঝলে না বাবা, বেণী ! বেণী । বুঝি বই কি মাসি, সব বুঝি। মাসি। বুঝবে বই কি বাবা, এ তো পড়েই রয়েছে। আর তা যখন হল ন! তখন ঐ ভৈরব আচাষ্যিকে দিয়ে কি সব জপ-তপ,তুক-তাক করিয়ে মায়েয় কপালে আমার এমৃনি আগুন জেলে দিলে যে ছ'মাস পেরুল না বাছার কাতের নোয়া মাথার সিন্ধুর ঘুচে গেল। ছোট জাত হয়ে চায় কিনা যন্থমুখুয্যের মেযেকে বেী করতে। তেমনি হারামজাদার মরণও হযেছে। সদরে গেল মকৰ্দমা করতে আর ঘরে ফিরতে হ’ল না । এক