পাতা:রমা-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় দৃশ্য রমা లి(t রমেশ । আমাকে তোমার এতই অবহেলা ? রমা। ই, এতই অবহেলা । বলছিলে, দাসীকে সঙ্গে না-এনে ভালো করিনি। কিন্তু কিসের জন্যে শুনি ? ভেবেচে তোমার হাত থেকে বাঁচবার জন্তে দাসীর শরণাপন্ন হবে ? রমার চেয়ে তোমার কাছে সে-ই হবে বড় ? রমেশ নিঃশব্দে তাহার মুখের দিকে চাহিয়া বৃহিল রমা। মনে নেই সকালের কথা ? সেখানে লোকের অভাব ছিলনা। তবু সেই মূৰ্ত্তি দেখে সবাই যখন পালিয়ে গেল, তখন কে রক্ষে করেছিল ভৈরব আচাৰ্য্যিকে ? সে রমা। দাসী-চাকরের তখন প্রয়োজন হয়নি, এখনও হবেনা। বরঞ্চ, আজ থেকে তুমিই রমাকে ভয় কোরো। আর এই কথাটাই বলবার জন্তে আজ এসেছিলাম। রমেশ । তাহলে নিরর্থক এসেছে। রমা | ভেবেছিলাম তোমার নিজের কল্যাণের জন্যই আমাকে চলে যেতে বলচে । কিন্তু তা যখন নয়, তখন আমাকে সতর্ক করবার প্রয়োজন দেখতে পাইনে । রম । সমস্ত প্রয়োজনই কি সংসারের চোখে দেখা যায় রমেশদ । রমেশ । যায়ন তা’ আমি স্বীকার করিনে। চোল্লাম । প্রস্থান রমা। ( অকস্মাৎ কঁাদিয়া ফেলিয় ) যে অন্ধ তাকে আমি দেখাবে কি দিয়ে !